Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Narendra Modi

Narendra Modi: মঙ্গলবার উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন মোদী

পিএমও থেকে জানানো হয়েছে, উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি হটপ্লেট পাবেন দরিদ্র মহিলারা।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২২:০৬
Share: Save:

মঙ্গলবার দুপুরে উত্তরপ্রদেশে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সেই ভার্চুয়াল অনুষ্ঠানে ওই যোজনার সুবিধাভোগীদের সঙ্গেও কথাবার্তা বলবেন তিনি। সোমবার সন্ধ্যায় টুইট করে এ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। অবশ্য পিএমও-র তরফে আগেই এ বিষয়ে জানানো হয়েছিল।

রবিবার ওই প্রেস বিজ্ঞপ্তিতে পিএমও জানিয়েছিল, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের মাহোবা জেলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন মোদী। এ নিয়ে সোমবার নিজের একটি টুইট করেছেন মোদী স্বয়ং। সেই দিনটি যে দেশের উন্নয়নে একটি উজ্জ্বল দিন, তা-ও দাবি করেছেন মোদী। সোমবার সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ তাঁর টুইট, ‘দেশের উন্নয়নের পথে ১০ অগস্ট (মঙ্গলবার) দিনটি বিশেষ। দুপুর সাড়ে ১২টায় উত্তরপ্রদেশের মাহোবার মানুষজনের হাতে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় ভাগের আওতায় এলপিজি সংযোগ তুলে দেওয়া হবে। ওই যোজনার সুবিধাভোগীদের সঙ্গেও কথাবার্তা হবে।’

পিএমও থেকে জানানো হয়েছে, উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি করে হটপ্লেট পাবেন দরিদ্র মহিলারা। সেই সঙ্গে প্রথম বারের এলপিজি সিলিন্ডারটিও বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া, এই যোজনায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটিও সরল করা হয়েছে। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে নামমাত্র নথিপত্র দেখিয়েই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলারা। এ ছাড়া, পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম বার উজ্জ্বলা যোজনা শুরু করা হয়। সে বার দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। পরে ২০১৮-সে সেই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি-সহ আরও সাতটি বিভাগের মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পিএমও-র দাবি, নির্ধারিত সময়ের সাত মাস আগেই ২০১৯ সালের অগস্টে এই যোজনার লক্ষ্যমাত্রা পূরণ করা হয়।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Uttar Pradesh Ujjwala Yojana Scheme
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy