নরেন্দ্র মোদী।— ফাইল চিত্র
বাজারকে চাঙ্গা করতে কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। তাকে ‘ঐতিহাসিক’ বললেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপ মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও উৎসাহ দেবে বলেও জানিয়েছেন মোদী।
বাজারে লগ্নির পরিমাণ বাড়াতে শুক্রবারই কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রকের এই পদক্ষেপের প্রশংসা করে তিনি লেখেন, ‘কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা একটি ঐতিহাসিক। এটা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও উৎসাহ দেবে। দুনিয়া জুড়েই বেসরকারি পুঁজিকে বিনিয়োগের জন্য আকর্ষণ করবে। বেসরকারি ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। এতে আরও কর্মসংস্থান হবে। ১৩০ কোটি ভারতীয়ই এর ফল পাবেন।’
The step to cut corporate tax is historic. It will give a great stimulus to #MakeInIndia, attract private investment from across the globe, improve competitiveness of our private sector, create more jobs and result in a win-win for 130 crore Indians. https://t.co/4yNwqyzImE
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
এখানেই অবশ্য থামেননি মোদী। টুইটে আরও লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই নানা ঘোষণা প্রমাণ করে দিচ্ছে, আমাদের সরকার দেশে ব্যবসা করার উপযুক্ত পরিবেশ তৈরি, সমাজের সর্বস্তরে সুযোগ পৌঁছে দেওয়া এবং পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতির দিকে দিকে এগিয়ে যাওয়ার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছে।’
The announcements in the last few weeks clearly demonstrate that our government is leaving no stone unturned to make India a better place to do business, improve opportunities for all sections of society and increase prosperity to make India a $5 Trillion economy.
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
আরও পড়ুন: কর্পোরেট ট্যাক্সে ছাড়ের ঘোষণায় শেয়ার বাজার চাঙ্গা, এক দিনে রেকর্ড উত্থান সেনসেক্স-নিফটির
এ দিন নির্মলা কর্পোরেট ক্ষেত্রে করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ঘোষণার পর নতুন গতি আসে শেয়ার বাজারেও। ঝিমুনি ঝেড়ে ফেলে চাঙ্গা হয় শেয়ার বাজার।
আরও পড়ুন: অর্থনীতি চাঙ্গা করতে নয়া দাওয়াই, কর্পোরেট করে ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy