ফাইল ছবি।
আগামী দেড় বছরে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগ লোক করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় সূত্রে এ কথা টুইট করে জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে মোদী সরকার ‘মিশন মোড’-কে নজরে রেখে পদক্ষেপ করবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরে পরিস্থিতি খতিয়ে দেখে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
ক্রমাগত বেড়ে চলা বেকারত্ব নিয়ে মোদী সরকারকে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। রাজনৈতিক মহল মনে করছে, আগামী দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের সিদ্ধান্ত তারই জবাব হিসেবে তুলে ধরা হবে। প্রসঙ্গত, নির্বাচনী জনসভায় ক্ষমতায় এলে বছরে দু’কোটি চাকরি দেওয়ার কথা বলতেন মোদী নিজে। ক্ষমতায় আসার পর থেকে তা নিয়েও বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে।
PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the Government in mission mode in next 1.5 years.
— PMO India (@PMOIndia) June 14, 2022
শেষ বিহার বিধানসভার ভোটে যা বড়সড় ইস্যু হয়ে ওঠে। আরজেডি প্রধান তেজস্ব যাদব পাল্টা চাকরির প্রতিশ্রুতি দিয়ে ময়দানে নামেন। তাতে স্পষ্টতই বেকায়দায় পড়ে ক্ষমতাসীন এনডিএ। যদিও এ বারও প্রধানমন্ত্রীর ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। মোদীর এই সিদ্ধান্তকে ‘৯০০ ইঁদুর খেয়ে বিড়াল হজে চলল’’ বলে অভিহিত করেছে কংগ্রেস। তৃণমূলও মোদীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।
#WATCH It's called "900 chuhe khaakar billi Hajj ko chali". We're experiencing worst employment (rate) in 50 yrs, rupee value lowest in 75 years... For how long will PM distract us by playing 'Twitter Twitter': Congress on PM announcing to recruit 10 lakh people in next 18 months pic.twitter.com/8yRX7HscRC
— ANI (@ANI) June 14, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy