মুখাগ্নি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে।
মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে ইতিমধ্যেই আমদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমদাবাদ পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বেরোতে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে। দৃষ্টি নীচের দিকে স্থির। তাঁর পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ভাইকেও।
হীরাবেনের দেহ ইতিমধ্যেই একটি শববাহী গাড়িতে তোলা হয়েছে। সেই গাড়িতে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী। কিছু ক্ষণের মধ্যেই হীরাবেনের দেহ নিয়ে আমদাবাদ থেকে গান্ধীনগরের উদ্দেশে রওনা দেওয়া হবে। গান্ধীনগরেই তাঁর শেষকৃত্য হবে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে।
#WATCH | Gandhinagar: Prime Minister Narendra Modi carries the mortal remains of his late mother Heeraben Modi who passed away at the age of 100, today. pic.twitter.com/CWcHm2C6xQ
— ANI (@ANI) December 30, 2022
প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় হীরাবেনকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন, তা হাসপাতালের তরফে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করা হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর ৩.৩০টে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।
হীরাবেনের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোকবার্তা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকবার্তা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy