২০১৯-এর ২৪ অগস্ট শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। ফাইল ছবি।
গত বছর আজকের দিনে মারা গিয়েছিলেন বিজেপি নেতা অরুণ জেটলি। প্রাক্তন অর্থমন্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা। নিজের প্রাক্তন ক্যাবিনেট সতীর্থ সম্পর্কে মোদী বলেছেন, ‘‘আমার বন্ধুকে খুব মিস করছি।’’ সঙ্গে ভারতের রাজনীতিতে জেটলির অবদানের কথাও স্মরণ করেছেন তিনি।
সোমবার সকালে করা টুইটে মোদী লিখেছেন, ‘‘গত বছর আজকের দিনে আমরা হারিয়ে ছিলাম অরুণ জেটলিজিকে। আমার বন্ধুকে খুব মিস করি। তিনি নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন। তাঁর প্রজ্ঞা, ধীশক্তি, আইনি দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব কিংবদন্তিপ্রতিম।’’ এর পাশাপাশি গত বছর জেটলির মৃত্যুর পর নিজের স্মৃতিচারণার ভিডিয়োও তিনি পোস্ট করেছেন।
মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জে পি নড্ডা, জিতেন্দ্র সিংহ, মুক্তার অব্বাস নকভি, বি এস ইয়েদুরাপ্পার মতো নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রীর প্রতি।
On this day, last year, we lost Shri Arun Jaitley Ji. I miss my friend a lot.
— Narendra Modi (@narendramodi) August 24, 2020
Arun Ji diligently served India. His wit, intellect, legal acumen and warm personality were legendary.
Here is what I had said during a prayer meeting in his memory. https://t.co/oTcSeyssRk
অরুণ জেটলির স্মৃতিচারণা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘‘অরুণ জেটলিজি অসাধারণ রাজনীতিক, সুবক্তা ও অনন্য মানুষ ছিলেন। জাতির প্রতি নিষ্ঠা ও দূরদর্শিতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’’ জেটলির মৃত্যুবার্ষিকীতে দিল্লির এমস-এ রক্তদান শিবিরের আয়োজন করেন বিজেপি সভাপতি। সেখানে জেটলির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান তিনি।
Remembering Arun Jaitley ji, an outstanding politician, prolific orator and a great human being who had no parallels in Indian polity. He was multifaceted and a friend of friends, who will always be remembered for his towering legacy, transformative vision and devotion to nation.
— Amit Shah (@AmitShah) August 24, 2020
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেছেন, ‘‘অরুণ জেটলি আমার কাছে এক বিস্ময়। তাঁর সঙ্গে সময় কাটানো আমার দৈনন্দিন কাজ ছিল। তিনি চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করা কঠিন।’’ জেটলির সঙ্গে নিজের ছবি টুইটারে শেয়ার করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নকভি। ইয়েদুরাপ্পাও তাঁর সঙ্গে জেটলির আলোচনারত ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন।
আরও পড়ুন: রাহুলকে ঘিরে কংগ্রেসের বৈঠকে শোরগোল তুঙ্গে, নাটক প্রকাশ্যেও
What #ArunJaitley meant to me, is an enigma even for me. For several years, he was virtually a part of my daily routine. It has never been the same after 24th August 2019.
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) August 24, 2020
Friend, guide, mentor... all in one. He left a void, difficult to fill... atleast in our lifetime. pic.twitter.com/XiH1J2eC8y
শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত বছর দিল্লির এমস-এ ভর্তি ছিলেন জেটলি। প্রায় দু’সপ্তাহ এমস-এ ভর্তি থাকার পর ২০১৯-এর ২৪ অগস্ট শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: কোভিড ওয়ার্ডে মদ খাচ্ছেন রোগী! ছবি ভাইরাল হতেই তদন্তের নির্দেশ
Fondly remember former finance minister Shri Arun Jaitley on his first Punyathithi. A friend and guide to me, Shri Jaitley was an outstanding orator, eminent lawyer, and a distinguished Parliamentarian. My tributes to #ArunJaitley. pic.twitter.com/34rTi2TTFG
— B.S. Yediyurappa (@BSYBJP) August 24, 2020
My tributes to able administrator, effective organiser Late Arun Jaitley Ji on his death anniversary. Arun Ji played a pivotal role in “Inclusive Development” of the country. #ArunJaitley ji pic.twitter.com/0CDwRqer52
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) August 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy