বিজয়া রাজে সিন্ধিয়া। —ফাইল চিত্র
দরজায় কড়া নাড়ছে মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যার অধিকাংশই খালি হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার সময়ে তাঁর অনুগামীদের পদত্যাগে। এই আবহে গ্বালিয়রের প্রয়াত রাজমাতা তথা বিজেপি নেত্রী বিজয়া রাজে সিন্ধিয়ার স্মৃতিতে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ করলেন তাঁর নামাঙ্কিত ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা। যদিও তাতে বিরোধী-শিবিরের একাংশের প্রশ্ন, দেশের জন্য কোন ‘বিরাট কাজের’ স্বীকৃতি হিসেবে রাজমাতার স্মৃতিতে এমন সরকারি মুদ্রা প্রকাশ করল সরকার? নাকি পরিবারতন্ত্রের জন্য কংগ্রেসকে আগাগোড়া নিশানা করে এখন উপনির্বাচনের মুখে সিন্ধিয়া পরিবারের প্রভাব-প্রতিপত্তির শরণেই বিজেপি?
গত ২৭ সেপ্টেম্বর ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেছিলেন, কিছু দিনের মধ্যে বেশ কয়েক জন বরেণ্য ব্যক্তিত্বকে তাঁদের জন্মজয়ন্তীতে স্মরণ করবে দেশ। মোহনদাস কর্মচন্দ গাঁধী, লালবাহাদুর শাস্ত্রী থেকে শুরু করা সেই তালিকাতেই রাজমাতার উল্লেখ করেছিলেন তিনি। তখনই প্রশ্ন উঠেছিল— কোন কাজের জন্য গাঁধী, লালবাহাদুরদের সঙ্গে এক বন্ধনীতে নাম আসতে পারে বিজয়া রাজের? সোমবার সরকারি স্মারক মুদ্রা প্রকাশের পরে সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।
এ দিন অনুষ্ঠানে ভিডিয়ো-বক্তৃতায় রাজমাতার স্মৃতিচারণে প্রায় মিনিট কুড়ি ডুব দিয়েছেন মোদী। কখনও বলেছেন, রাজপরিবারের বিপুল সম্পত্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও কী ভাবে সাধারণ মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন বিজয়া রাজে। কখনও শুনিয়েছেন গণতন্ত্র রক্ষার জন্য দেশে জরুরি অবস্থা জারির সময়ে তাঁর জেলে যাওয়ার কাহিনী।
বিরোধীদের অবশ্য প্রশ্ন, প্রয়াত বিজয়া রাজে তাঁর সময়ে জনসঙ্ঘ এবং বিজেপির প্রথম সারির নেতা। কিন্তু মধ্যপ্রদেশে এতগুলি আসনে উপনির্বাচন দরজায় কড়া না-নাড়লে, রাজমাতার কথা প্রধানমন্ত্রীর মনে পড়ত কি? নভেম্বরের গোড়ায় মধ্যপ্রদেশে যে আসনগুলিতে উপনির্বাচন হওয়ার কথা, তার অধিকাংশই জ্যোতিরাদিত্যের খাসতালুকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ‘হুঁশিয়ারি’ দিয়ে রেখেছেন যে, উপনির্বাচনে আসন দখলের মাধ্যমে মধ্যপ্রদেশে সরকার গঠনের পরে আমজনতার সঙ্গে দীপাবলি পালন করবে কংগ্রেস। অঙ্ক অনুযায়ী, সেই সম্ভাবনা কম। তবু বিন্দুমাত্র ঝুঁকি না-নিয়ে আগেভাগেই রাজমাতার নাম জপছে বিজেপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy