প্রধানমন্ত্রীর কোলে চেপে বসেছে একটি ওরাংওটাং। কাচের দেওয়ালের ওপারে বিরাট হাঁ করে বাঘ। কাচের ঘেরাটোপে থেকে সাদা সিংহ মুখব্যদান করছে, কাচের এ পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে। অম্লান বদনে প্রধানমন্ত্রী হাতে করে কখনও দুধ খাওয়াছেন চিতাশাবককে, কখনও একশৃঙ্গ গন্ডারকে। তাঁর গুজরাত সফরের শেষ দিনে তোলা এই ভিডিয়ো পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রীই। তার পর তা নিয়ে প্রচারে নেমেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। এক কথায় যে প্রচারকে তুলে ধরেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। লিখেছেন, “শের ঔর সওয়া শের!’
এক দিকে যখন আজই গুজরাতে বন্যপ্রাণীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সময় কাটানোর নানা মুহূর্তের ভিডিয়ো সামনে এসেছে, অন্য দিকে সে রাজ্যে বহু সিংহের মৃত্যু নিয়ে নতুন তথ্যও আজ সামনে এসেছে। গুজরাতের বনমন্ত্রী মুলুভাই বেরা বিধানসভায় জানিয়েছেন যে, গত দু’বছরে গুজরাতেই অন্তত ২৮৬টি সিংহের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৪৩টি সিংহ শাবক। এতগুলি সিংহের মধ্যে ৫৮টি সিংহের মৃত্যু আবার অস্বাভাবিক। গুজরাতের বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক শৈলেশ পারমারের প্রশ্নের জবাবে বনমন্ত্রী আজ বিধানসভায় এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সে রাজ্যে গত দু’বছরে ৪৫৬টি চিতাবাঘেরও মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ১৪০টি শাবক।
গুজরাতের জামনগরের ‘বনতারা’য় শিল্পপতি মুকেশ অম্বানীর পুত্র অনন্তের বন্যপ্রাণী পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন মোদী, ঘুরে দেখেছেন গোটা এলাকা। ২ হাজারের বেশি প্রজাতি এবং ১.৫ লক্ষের বেশি উদ্ধার হওয়া বিপন্ন প্রাণীর আবাসস্থল এই ‘বনতারা’। এশিয়াটিক সিংহ শাবক, সাদা সিংহ শাবক, ক্লাউডেড লেপার্ড শাবক, বিরল ও বিপন্ন প্রজাতির কারাকাল শাবককেও দেখেন তিনি। বাঘ ও সিংহ শাবকদের পাশাপাশি, জিরাফকেও খাওয়াতে দেখা গেল মোদীকে। হিংস্র প্রাণীদেরও দেখে এলেন, যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ৪টি তুষার চিতা। এদের মধ্যে একটিকে সার্কাস থেকে উদ্ধার করা হয়েছিল।
জানা যায়, ওই সার্কাসে তাদের কৌশল প্রদর্শন করতে বাধ্য করা হত। চেহারাও খারাপ হতে শুরু করেছিল। ‘বনতারা’য় সেই সাদা সিংহ এবং তুষার চিতাবাঘের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় মোদীর। তিনি খোলা মাঠে শিম্পাঞ্জিদের মুখোমুখিও হলেন, জ়েব্রাদের মধ্যে হাঁটাচলা করলেন, একটি জিরাফ এবং একটি গন্ডারের ছানাকেও খাওয়ালেন প্রধানমন্ত্রী। বড় অজগর, দুই মাথাওয়ালা সাপ, দুই মাথাওয়ালা কচ্ছপ, দৈত্যাকার ভোঁদড়, বঙ্গো (হরিণ) এবং সীলদের-ও দেখলেন। এ দিন প্রধানমন্ত্রী হাসপাতালের এমআরআই কক্ষে এশিয়াটিক সিংহের এমআরআই প্রত্যক্ষ করেছেন। তিনি অপারেশন থিয়েটারও ঘুরে দেখেন, যেখানে হাইওয়েতে গাড়ির ধাক্কায় আহত একটি চিতাবাঘের অস্ত্রোপচার হচ্ছিল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)