সংসদের গত শীতকালীন অধিবেশনের আগে সামনে এসেছিল গৌতম আদানির ঘুষকাণ্ড নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট। যার জন্য শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের অধিবেশন কার্যত ভেস্তে যায়। সেই প্রথম নয়। অতীতেও সংসদের অধিবেশনের শুরুর মুখে কখনও রাফাল বিতর্ক, কখনও পেগাসাস বিতর্ক প্রভাব ফেলেছে সংসদীয় কাজে। কিন্তু এ যাত্রায় এখনও পর্যন্ত ‘বিদেশি শক্তি উস্কানি’ দিয়ে অধিবেশন ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করেনি বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে অধিবেশনের প্রথম দিনে মোদী বলেন, ‘‘গত দশ বছরে সম্ভবত এই প্রথম বার বিশ্বের কোনও প্রান্ত থেকে বিদেশি উস্কানি আসেনি।’’ বিদেশি উস্কানির পরিকল্পিত ফাঁদে দেশের কিছু রাজনীতিক যে পা দিয়ে দেশবিরোধী শক্তির উদ্দেশ্য সফল করে থাকেন তা নিয়েও বিরোধীদের আজ আক্রমণ করতে ছাড়েননি মোদী।
অতীত মনমোহন জামানায় অধিবেশনের ঠিক আগে ফাঁস হয়েছে সিএজি রিপোর্ট। সেই রিপোর্টে উল্লেখ থাকা সরকারি প্রকল্পে দুর্নীতির কারণে প্রায় গোটা অধিবেশন ভেস্তে যাওয়ার সাক্ষী থেকেছে সংসদ। নরেন্দ্র মোদী জমানায় সংসদীয় অধিবেশনের ঠিক আগে সামনে এসেছে রাফাল কিংবা পেগাসাস বিতর্ক। যে বিতর্কের রেশে সংসদ উত্তাল হওয়ায় বন্ধ থেকেছে দৈনন্দিন অধিবেশন।
গত শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে সামনে আসে আদানি ঘুষ কাণ্ড-হিন্ডেনবার্গ রিপোর্ট। অভিযোগ ওঠে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানি বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার সরকারি আধিকারিকদের কয়েক হাজার কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। ওই বরাত দেখিয়ে আমেরিকার লগ্নিকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করায় আমেরিকার আদালতে মামলা দায়ের হয় গৌতম আদানি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। দেশেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন বিরোধীদের একাংশ। যদিও সরকার সেই দাবি না মানায় সংসদের প্রথম সপ্তাহের অধিবেশন কার্যত ভেস্তে যায়। পরে অবশ্য আমেরিকায় ট্রাম্প সরকার আসার ঠিক আগেই ব্যবসা গুটিয়ে নেয় হিন্ডেনবার্গ সংস্থা।
কিন্তু এ যাত্রায় বাতাসে কোনও বিতর্কের গন্ধ না থাকায় শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘২০১৪ সালের পরে এই প্রথম কোনও সংসদীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে যেখানে কোনও বিদেশি শক্তি উস্কানি দেয়নি। আমি দেখছি যে প্রতিটি বাজেট অধিবেশনের আগে এই ধরনের উস্কানি দেওয়া হয়। আর আমাদের দেশের অনেকেই বিদেশি শক্তির সেই উস্কানিকে হাতিয়ার করে আগুন জ্বালাতে পিছপা হন না।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)