Advertisement
E-Paper

ওয়াকফ বিলের আগে মোদীর বিশেষ সওগাত

সংখ্যালঘুদের মন জয়েঅধিকাংশ রাজনৈতিক দল ঘটা করে বিভিন্ন ইফতার অনুষ্ঠানেরআয়োজন করে বা নেতারা ইফতারে যোগ দিয়ে থাকেন। কিন্তু বিজেপি নেতৃত্বকে অন্তত সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে উদ্যোগী হতে দেখা যায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৬:১৪
Share
Save

ইদের পরেই সংসদে আসতে চলেছে বিতর্কিত ওয়াকফ বিল। ঠিক তার আগে,আজ থেকে দেশের ৩২ লক্ষ গরিব মুসলিম পরিবারের হাতে ইদের উপহার তুলে দিতে পথে নামল বিজেপির সংখ্যালঘু মোর্চা। এই উপহারের নাম বিজেপিদিয়েছে ‘সওগাত-এ মোদী’ বা মোদীর উপহার। অনেকেই বলছেন, বিতর্কিত ওয়াকফ বিল পেশ হওয়ার আগে সংখ্যালঘু সমাজের মন পেতেইএই উদ্যোগ।

সংখ্যালঘুদের মন জয়েঅধিকাংশ রাজনৈতিক দল ঘটা করে বিভিন্ন ইফতার অনুষ্ঠানেরআয়োজন করে বা নেতারা ইফতারে যোগ দিয়ে থাকেন। কিন্তু বিজেপি নেতৃত্বকে অন্তত সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে উদ্যোগী হতে দেখা যায়নি। দলীয় নেতারাই মনে করছেন,সে দিক দেখতে গেলেইদের আগে সংখ্যালঘুদের হাতে উপহারের প্যাকেট তুলে দেওয়া কিছুটা হলেও অভিনব। আজ দিল্লির নিজামুদ্দিন এলাকার গালিব অ্যাকাডেমি থেকে আর্থিক ভাবে দুর্বল সংখ্যালঘু পরিবারেরহাতে ওই উপহার তুলে দেন দলের সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম। বিজেপি জানিয়েছে, ‘সওগাত-এ-মোদী’ কিটে খেজুর, আখরোটের মতো শুকনো ফল ছাড়াও ঘি, চিনি, ছেলেদের কুর্তা-পাজামা ওমেয়েদের জন্য সালোয়ার স্যুটের কাপড় থাকছে। দেশের প্রায় ৩২ হাজার মসজিদ থেকে ৩২ লক্ষ কিট বিতরণ করার পরিকল্পনানিয়েছে বিজেপি।

ইদের পরেই ওয়াকফ বিল সংসদে পেশ করতে চায় নরেন্দ্র মোদীসরকার। সংশোধিত নাগরিকত্ব আইনের মতোই ওয়াকফ নিয়ে দেশ জুড়ে ঝামেলা হতে পারেবলে আশঙ্কা করছেন বিজেপিনেতৃত্ব। তার আগে ইদের উপহার বিলিয়ে এক দিকে মুসলিম সমাজের মন জয়, অন্য দিকে মুসলিমসমাজের মধ্যে দলের ইতিবাচক ছবি তুলে ধরার কৌশল নিলেনতাঁরা। তবে বিরোধীদের কটাক্ষ, ঔরঙ্গজ়েবের সমাধির মতোঅপ্রাসঙ্গিক বিষয় নিয়ে যারা গোষ্ঠীসংঘর্ষে উস্কানি দেয়,তাদের তর‌ফে উপহার বণ্টন আদৌ সাজে না।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PM Narendra Modi Waqf Bill minorities

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}