অবশেষে ভূস্বর্গের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থায় জায়গা করে নিতে চলেছে রেল পরিষেবা। এত দিন কাটরা থেকে বারামুলা রেলে যাওয়ার কোনও উপায় ছিল না। এ বারে আগামী ১৯ এপ্রিল সরাসরি বারামুলা যাওয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্প যদি প্রাথমিক ভাবে কাটরা থেকে বারামুলা পর্যন্ত সফল ভাবে চালানো সম্ভব হয়, তা হলে ক্রমে তা জম্মু এবং পরে শ্রীনগর পর্যন্ত চালানো হবে।
বর্তমানে জম্মু-কাশ্মীরে যে রেল পরিষেবা চালু রয়েছে, তা উত্তর কাশ্মীরের রামবানের বারামুলা ও সাঙ্গালদানের ১৮৩ কিলোমিটার পথ জুড়ে চলে। দেশের বাকি জায়গা থেকে আসা ট্রেনগুলি বৈষ্ণব দেবী মন্দিরের বেস ক্যাম্প যাওয়ার জন্য ব্যবহৃত কাটরা রেল স্টেশন পর্যন্তই যায়। কাটরা থেকে বারামুলা যেতে হলে ট্রেন বদল করতে হয়। ইউএসআরবিএল প্রকল্প চালু হলে কাটরা থেকে বারামুলা একই ট্রেনে সফর করা সম্ভব হবে। তবে এখনও পর্যন্ত দিল্লি বা অন্য বড় শহর থেকে কাশ্মীর যাওয়ার সরাসরি কোনও ট্রেন নেই। বস্তুত, এখনও পর্যন্ত পরীক্ষামূলক ভাবে বেশ কয়েক বার ট্রেন চালানো হয়েছে এই পথে। প্রতি বারই তা সফলও হয়েছে। রেল পথে নিরাপত্তার বিষয়গুলিও খতিয়ে দেখেছেন রেল অফিসাররা।
কাটরায় নতুন রেল পরিষেবা উদ্বোধনের আগে অবশ্য প্রধানমন্ত্রী রেয়াসি জেলার চন্দ্রভাগা সেতু (চেনাব ব্রিজ) পরিদর্শনে যেতে পারেন বলে খবর সূত্রের। বিশ্বের উচ্চতম ব্রিজগুলির মধ্যে অন্যতম বলে পরিচিত চেনাব ব্রিজের নির্মাণকাজ কতটা এগিয়েছে, আগামী দিনে জম্মু এবং কাশ্মীরের মধ্যে যোগাযোগস্থাপনে তা কতটা সাহায্য করতে পারে, মূলত এই বিষয়গুলি দেখতে ওই সফর করতে পারেন তিনি। নয়াদিল্লি ফেরার আগে জনসভাও করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ অনেকে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)