Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Petrol price

Petrol Price Hike: পাঁচ দিনে চার বার! আবার বাড়ল জ্বালানির দাম, এ বার সেঞ্চুরির পথে ডিজেলও

ভারতে পেট্রল এবং ডিজেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানির চাহিদা, আমেরিকার ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার ওঠানামা, শোধনাগারের খরচ ইত্যাদি।

কলকাতাতে পেট্রোলের দাম বাড়ল ৮৩ পয়সা।

কলকাতাতে পেট্রোলের দাম বাড়ল ৮৩ পয়সা। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ০৯:১০
Share: Save:

আবার বাড়ল জ্বালানির দাম। চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থ বার পেট্রল এবং ডিজেলের দাম বাড়ানো হল। এ বার লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হল দুই জ্বালানির দাম। ২২ মার্চ থেকে চার বারে মোট ৩ টাকা ৩৪ পয়সা দাম বাড়ল জ্বালানির। শনিবার সকাল ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৮.৬১ এবং ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ১০৮.০১ টাকা হয়েছে।

মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৩৫ এবং ৯৭.৫৫ টাকা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ এবং ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে মঙ্গল, বুধ এবং শুক্রবার জ্বালানির দাম বাড়ানো হয়। প্রতি বার লিটার প্রতি গ়ড়ে ৮০ পয়সা করে দাম বাড়ানো হয়েছে।

ভারতে পেট্রল এবং ডিজেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানির চাহিদা, আমেরিকার ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার ওঠানামা, শোধনাগারের খরচ ইত্যাদি। তবে বর্তমানে তেলের দাম বাড়ার মূল কারণ হিসাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী বলে মনে করা হচ্ছে। যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম বিপুল বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE