জম্মু-কাশ্মীর জুড়ে মদ-মাদক নিষিদ্ধ করার ডাক দিতে চলেছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)। এই অভিযানের সমর্থনে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত পিডিপির শ্রীনগরের পার্টি অফিসে একটি সই সংগ্রহ অভিযান করতে চলেছেন পিডিপির যুব নেত্রী ইলতিজা মুফতি।
ইলতিজা এ দিন বলেন, মদ, মাদকের কারণে যুব সম্প্রদায়ের সর্বনাশ হচ্ছে। তা নিয়ন্ত্রণে না আনলে ‘অনেক দেরি হয়ে যাবে’। পিডিপি নেতা তথা পুলওয়ামার বিধায়ক ওয়াহিদ-উর-রহমান পার্রা এই প্রসঙ্গে বলেন, ‘মদ-মাদকের নেশার কারণে আরও ভয়াবহ নেশার শিকার হচ্ছে আজকের যুব সমাজ’।
পিডিপির এই ডাকে সায় মিলেছে বিধানসভারও। মদ-মাদক বা মাদক জাতীয় দ্রব্য তৈরি, সেগুলির কেনা-বেচা, বিজ্ঞাপন বা খাওয়ার উপরে যাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়, সে বিষয়ে একটি ‘প্রাইভেট মেম্বার্স বিল’ আনার কথা জানিয়েছেন কুপওয়ারার বিধায়ক ফায়াজ় আহমেদ মীর।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)