দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে ধরাশায়ী বিজেপি। আর তার পরেও সোশ্যাল মিডিয়ায় চর্চা থামছে না দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারিকে নিয়ে। দিল্লি ভোটের সময় নাকি তাঁর গাওয়া জনপ্রিয় একটি গান সব থেকে বেশি খোঁজা হয়েছে গুগলে। কখনও তাঁর দলের প্রচারের জন্য, তো কখনও সেই গান নিয়ে ব্যঙ্গ করার জন্য।
৭০ আসনের দিল্লি বিধানসভার ৬২টি আসনে জিতেছে আম আদমি পার্টি, মাত্র আটটি গিয়েছে বিজেপির ঝুলিতে। যদিও ফল বেরনোর আগে মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, ৪৮ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। তাঁর সেই টুইট ধরে ট্রোল করতে ছাড়ছেন না আম আদমি পার্টির সমর্থকরা।
শুধু টুইট ঘিরেই নয়, মনোজ তিওয়ারির জনপ্রিয় গান ‘রিঙ্কিয়াকে পাপা…’-কে নিয়ে কটাক্ষও শুরু হয়েছে। পাশাপাশি এই গান চালিয়ে আম আদমি পার্টির কর্মীদের নাচতেও দেখা যাচ্ছে। আর দিল্লির এক দল আপ সমর্থক তো ‘রিঙ্কিয়াকে পাপা’-র প্যারোডি বানিয়ে ফেলেছেন। সেখানে মনোজ তিওয়ারিকে পটনা ফিরে যেতেও উপদেশ দিচ্ছেন গানের মধ্যে।
আরও পড়ুন: রতন টাটাকে ‘ছোটু’ সম্বোধন, মহিলার মন্তব্যে পাল্টা উত্তর দিলেন ৮২ বছরের ‘যুবক’
আরও পড়ুন: মাঝ আকাশে যাত্রী বোঝাই বিমানে বজ্রপাত, নজরদারি ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য
ফল বেরনোর আগে মনোজ তিওয়ারির পোস্ট:
ये सभी एग्ज़िट पोल होंगे fail..
— Manoj Tiwari (@ManojTiwariMP) February 8, 2020
मेरी ये ट्वीट सम्भाल के रखियेगा..
भाजपा दिल्ली में ४८ सीट ले कर सरकार बनायेगी .. कृपया EVM को दोष देने का अभी से बहाना ना ढूँढे..🙏
মনোজ তিওয়ারির গানে আপ সমর্থকদের নাচ:
Celebrations at AAP Lucknow Unit. Workers dancing away to the tunes of 'Rinkiya Ke Papa' 😂😛 pic.twitter.com/e3jBFy3H9w
— Qazi Faraz Ahmad (@qazifarazahmad) February 11, 2020
মনোজ তিওয়ারির গানের প্যারোডি আপ সমর্থকদের:
দেখুন মনোজ তিওয়ারির জনপ্রিয় গানের সেই ভিডিয়ো: