প্রতীকী ছবি।
জম্মু ও কাশ্মীরে সীমান্ত লাগোয়া এলাকায় আবারও দেখা মিলল রহস্যময় ড্রোনের। পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ড্রোনটি পাকিস্তানের। সাম্বা জেলায় মাঙ্গু চক গ্রামে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় ড্রোনটি দেখতে পাওয়া যায়।
সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় ১৫ মিনিট ধরে সীমান্ত লাগোয়া এলাকায় চক্কর কেটেছে ওই ড্রোনটি। তার পর তা পাকিস্তানের দিকে চলে যায়।
Jammu & Kashmir | Security forces deploy a drone to conduct a search operation after villagers from Mangu Chak village of Samba informed police about spotting a drone in the area pic.twitter.com/iZl6ERlZIj
— ANI (@ANI) July 17, 2022
জানা গিয়েছে, ড্রোনটিকে প্রথমে দেখতে পান গ্রামবাসীরা। তাঁরাই পুলিশে খবর দেন। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
গত জুলাই মাসেও সীমান্ত লাগোয়া এলাকায় একটি ড্রোন দেখতে পাওয়া গিয়েছিল। সে বার সাম্বা জেলার রাজপুরায় দেখা গিয়েছিল ড্রোনের। জুন মাসেও সাম্বা এলাকায় পাক ড্রোনের হদিশ পাওয়া গিয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy