প্রতীকী ছবি।
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের ঠিক আগে আবার একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। তাতে নিজেদের পাকিস্তানের জঙ্গি সংগঠন বলে দাবি করে গত ১১ অগস্ট কাশ্মীরের রাজৌরিতে আত্মঘাতী হামলার দায় নিয়েছে ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ বা পিএএফএফ সংক্ষেপে পাফ। ওই ভিডিয়ো আইএসআইয়ের মদতে ছড়ানো হয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহলের একাংশের ধারণা।
গত ১১ অগস্ট, পাক মদতে পুষ্ট দু’জন জঙ্গি জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনার ছাউনিতে ঢোকার চেষ্টা করে। সেনার গুলিতে তাদের মৃত্যু হয়। গুলি বিনিময়ে চার ভারতীয় সেনা জওয়ানও প্রাণ হারান। গুলিবিদ্ধ হন আরও পাঁচ জন।
শনিবার সন্ধ্যায় আইএসআই যে ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছে, তাতে নিজেদের পাফ নামে পরিচয় দিয়েছে ওই জঙ্গি সংগঠন। সেই ভিডিয়োতেই রাজৌরিতে আত্মঘাতী হামলার দায় নেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এ বছরের শেষে ভারতে অনুষ্ঠেয় জি-২০ বৈঠকও তারা হতে দেবে না।
প্রসঙ্গত, জি-২০ বৈঠক নিয়ে পরামর্শ চেয়ে কেন্দ্র বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছে। জম্মু-কাশ্মীরকেও এই বৈঠক আয়োজনের একটি স্থান হিসেবে মনে করা হচ্ছে।
ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনে করছে, এ ভাবে বিভিন্ন নাম দিয়ে মূলত জম্মু-কাশ্মীরে নিশানা বানিয়ে খুনের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে পাকিস্তানের আইএসআই। পাল্টা জঙ্গিদমনে তৈরি ভারতও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy