তিহাড় জেলে বন্দি পি চিদম্বরমের সঙ্গে দেখা করে ফেরার পথে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। ছবি: পিটিআই ও ফাইল চিত্র
৯৯ দিন তিনি জেলবন্দি। জেল থেকেই মহারাষ্ট্র নিয়ে বিজেপিকে তোপ দাগলেন পালানিয়াপ্পন চিদম্বরম। পরপর টুইটে আক্রমণ শানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন, ‘কদর্য ভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছে’। রাতারাতি দেবেন্দ্র ফডণবীসের ‘গোপন’ শপথ এবং রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার নিয়ে চিদম্বরমের তোপ, ‘রাষ্ট্রপতি অফিসের উপর আঘাত’। একই সঙ্গে উদ্ধব ঠাকরে এবং জোট নেতৃত্বকে স্বাগতও জানিয়েছেন ৭৪ বছরের কংগ্রেস সাংসদ। অন্য দিকে বুধবারই চিদম্বরমের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে আদালত।
আইএনএক্স মিডিয়া মামলায় প্রথমে সিবিআই এবং পরে ইডির হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন চিদম্বরম। বুধবার তাঁর সঙ্গে দেখা করতে যান রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তার পরেই পর পর টুইট করেন চিদম্বরম। গতকালই সংসদে পালিত হয়েছে সংবিধান গ্রহণ দিবস ২০১৯। সেই প্রসঙ্গ টেনে চিদম্বরমের টুইট, ‘‘সংবিধান দিবস ২০১৯-এ কী মনে থাকবে? ২৩ নভেম্বর এবং ২৬ নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে কদর্য সংবিধান লঙ্ঘন।’’
২৩ নভেম্বর বিরোধী জোটের সরকার গঠনের চূড়ান্ত ঘোষণার কথা ছিল। কিন্তু তার আগেই ওই দিন সকাল ৭টা ৫০ মিনিটে কার্যত সবার অলক্ষ্যে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। চিদম্বরমের তোপ, ‘‘ভোর ৪টের সময় ঘুম থেকে উঠে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সুপারিশে সই করলেন রাষ্ট্রপতি। সকাল ৯টা পর্যন্ত কেন অপেক্ষা করা গেল না? এটা রাষ্ট্রপতি শাসনের উপর শারীরিক আঘাত।’’
I have asked my family to tweet the following:
— P. Chidambaram (@PChidambaram_IN) November 27, 2019
What will remain in memory of Constitution Day 2019 is the most egregious violation of the Constitution in Maharashtra between November 23 and November 26, 2019.
আরও পডু়ন: রাজ্যপাল-উদ্ধব বৈঠক, মহারাষ্ট্রে কারা মন্ত্রী হবেন? শরদের সঙ্গে আলোচনায় কংগ্রেস
রাষ্ট্রপতি শাসন কার্যকর করা বা প্রত্যাহার করার ক্ষেত্রে নিয়ম হল, মন্ত্রিসভার বৈঠক করে সুপারিশ করা। তার পর সেই সুপারিশে সই করেন রাষ্ট্রপতি। তবে প্রধানমন্ত্রী তাঁর বিশেষ ক্ষমতাবলে মন্ত্রিসভার বৈঠক না করেও অত্যন্ত জরুরি পরিস্থিতিতে সেটা করতে পারেন। মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটাই প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী।
কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত অজিত পওয়ার সরে দাঁড়ানোয় সংখ্যা জোগাড় করতে না পেরে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফডণবীস। আগামিকাল শপথ নেবেন শিবসেনা-এনসিপি-কংগ্রেস এনসিপি জোটের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইস্তফা দেওয়ার পরে এই জোটকেই ফডণবীস কটাক্ষ করে বলেছিলেন, ‘তিনমুখী তিন চাকার গাড়ি’। কিন্তু উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানিয়েছেন চিদম্বরম। তিনি বলেন, ‘‘যাঁরা গণতন্ত্রের বিবর্তন নিয়ে চর্চা করেন, তাঁরা মানেন যে, জটিল, বহুমুখী ও বৈচিত্র্যময় সমাজে সবচেয়ে ভাল শাসন দিতে পারে জোট সরকার। যারা অভিন্ন ন্যূনতম কর্মসূচিকে সহমত হয়েছে।’’
People who observe the evolution of Parliamentary democracy will agree that complex, diverse, plural societies are best governed by coalitions that learn to compromise and agree on a Common Minimum Programme.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 27, 2019
আরও পড়ুন: মহারাষ্ট্রে জটিলতার মধ্যেই অমিতের মুখে এনআরসি, মমতাকে কটাক্ষ
চিদম্বরমের সঙ্গে জেলে গিয়ে সাক্ষাৎ করায় রাহুল-প্রিয়ঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন কার্তি চিদম্বরম। একই সঙ্গে বাবাকে জেলে আটকে রাখা নিয়েও সরব হয়েছেন কার্তি। তিনি বলেন, আজ ৯৯তম দিন। শুধুমাত্র রিমান্ডে কাউকে ৯৯ দিন আটকে রাখা বেআইনি। উনি বিচারাধীন নন, রিমান্ডে রয়েছেন। আশা করি, আমরা সুপ্রিম কোর্টে বিচার পাব এবং উনি শীঘ্রই বাড়ি ফিরবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy