প্রতীকী চিত্র
অতিমারির দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো যেন ভেঙে পড়েছে। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। অক্সিজেনের আকাল সামাল দিতে এ বার একাধিক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন কারখানা গড়ার পাশাপাশি বিদেশ থেকে তরল অক্সিজেন আমদানি এবং অক্সিজেন কনসেনট্রেটর কেনার কথা ভাবছে মোদী সরকার।
শুধু তাই নয়, যে সব এলাকায় অক্সিজেনের ঘাটতি রয়েছে, সেখানে যাতে দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়া যায়, তার জন্য নাইট্রোজেন এবং আর্গন ট্যাঙ্কারকে অক্সিজেন ট্যাঙ্কারে বদলে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্র। গত এপ্রিল মাসেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং দেশীয় উৎপাদনকারী সংস্থাকে এক লক্ষ কনসেনট্রেটর তৈরির বরাত দেওয়া হয়েছে।
এ ছাড়াও কলকারখানায় অ-জরুরি কাছে ব্যবহৃত অক্সিজেনও এখন করোনা চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। যার ফলে গোটা দেশে অক্সিজেনের সরবরাহ ১ হাজার মেট্রিক টন বেড়েছে। শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসীয় অক্সিজেনও দেশের বড় বড় হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্র। ইতিমধ্যেই বাহরিন, কুয়েত, ফ্রান্স থেকে প্রায় ২,২৮৫ মেট্রিক টন অক্সিজেন আনা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy