দৌপদী মুর্মু ও মল্লিকার্জুন খড়্গে। ফাইল চিত্র।
রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে তাঁর মর্যাদা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। কিন্তু সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ কর্মসূচিতে মল্লিকার্জুন খড়্গেকে ‘যথাযোগ্য সম্মান’ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠল।
সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতির শপথ কর্মসূচিতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুনের জন্য যে আসন বরাদ্দ করা হয়েছিল তা তাঁর পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ তুলেছে কয়েকটি বিরোধী দল। এ বিষয়ে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নায়ডুর কাছে যৌথ ভাবে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, এনসিপি, শিবসেনা-সহ কয়েকটি বিরোধী দলের তরফে।
Letter submitted to Hon’ble Chairman, Rajya Sabha by all Opposition Parties (including TMC) just now. pic.twitter.com/tapyVKFS1s
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 25, 2022
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী তথা কর্নাটকের সংখ্যালঘু কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধে ‘একতরফা ভাবে প্রার্থী ঘোষণা’র অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভোটদানে বিরত থাকার কথা ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে দু’দলের রাজনৈতিক চাপানউতোরও হয়েছে গত সপ্তাহে। এই পরিস্থিতিতে দ্রৌপদীর শপথে কর্নাটকেরই দলিত কংগ্রেস নেতা মল্লিকার্জুনকে অসম্মানের অভিযোগে ঘিরে তৃণমূলের প্রতিবাদ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে বিরোধীদের প্রতিবাদে ‘তৃণমূলের উপস্থিতির’ কথাও উল্লেখ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy