Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Make in India

কথাই বেশি, কাজ কম, ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে উদ্বিগ্ন বায়ুসেনা প্রধান

‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প নিয়ে প্রশ্ন উস্কে দিলেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া।

বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া। —ফাইল চিত্র।

বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৩
Share: Save:

আর্থিক সঙ্কট, জিডিপি বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে আগেই বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এ বার প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প নিয়ে প্রশ্ন উস্কে দিলেন খোদ বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া। তাঁর অভিযোগ, এই প্রকল্পের আওতায় দেশের মাটিতেই অত্যাধুনিক অস্ত্র তৈরির কথা ছিল। কিন্তু প্রচারের ঢক্কানিনাদ ছাড়া কাজের কাজ তেমন হয়নি।

সোমবার দিল্লিতে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বায়ুসেনা প্রধান। সেখানে তিনি বলেন, ‘‘মেক ইন ইন্ডিয়া এবং দেশের মাটিতে অস্ত্র তৈরি নিয়ে অনেক কথা হচ্ছে। উদ্দেশ্য সত্যিই ভাল। কিন্তু কাজ হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।’’

সরাসরি কাউকে দায়ী না করলেও করলেও, প্রকল্পে পারস্পরিক সহযোগিতার অভাব রয়েছে বলেও বুঝিয়ে দেন বায়ুসেনা প্রধান। তিনি বলেন, ‘‘সব পক্ষ একই লক্ষ্য নিয়ে কাজ করলে, দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণে সাফল্য আসবেই। আমদের সহযোগিতা রয়েছেই। ডিআরডিও-কেও সময় থাকতে ডিজাইন তৈরি করতে হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে উৎপাদনের গুণমান নিশ্চিত করতে হবে। চাঙ্গা করতে হবে বেসরকারি সংস্থাগুলিকেও।’’

ফরাসি সংস্থা দাসোঁর কাছ থেকে অক্টোবরেই প্রথম রাফাল এস-৪০০ যুদ্ধবিমান হাতে পেয়েছে ভারত। দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান এবং অস্ত্রশস্ত্র তৈরির এটাই সঠিক সময় বলেও জানান রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া। তাঁর কথায়, ‘‘বিদেশ থেকে কেনা যুদ্ধবিমানে অস্ত্র যোগ করতে অনেকটা সময় লেগে যায়। তাই দেশে তৈরি বিমানই ভাল। যখন ইচ্ছা প্রয়োজন মতো বদল ঘটানো যায়।’’

অন্য বিষয়গুলি:

Make in India Narendra Modi Indian Air Force Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy