অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টারের জরুরি অবতরণ। হেলিকপ্টারটিতে দুই চালক-সহ মোট ৯ জন ছিলেন। তার মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। উদ্ধারকাজ চলছে।
টুইটে ওএনজিসি জানিয়েছে, বম্বে হাই এলাকায় তাদের ‘সাগর কিরণ রিগ’-এর কাছে ৭ জন যাত্রী ও দু’জন চালককে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। উদ্ধারকারী নৌকার সাহায্যে প্রথমে চার জন এবং পরে আরও এক জনকে উদ্ধার করা হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে।
4 persons rescued by #ONGC vessel Malviya-16; fifth by #ONGC rig Sagar Kiran rescue boat https://t.co/GqxlzzQeaE
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) June 28, 2022
তবে কেন ওএনজিসির কপ্টারটিকে জরুরি অবতরণ করতে হল, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, এ বছরের ১৫ জানুয়ারি ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ বিপিন রাওয়াত একটি হেলিকপ্টারে যাচ্ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে সেই কপ্টার মাঝ আকাশে ভেঙে পড়ে। মৃত্যু হয় সস্ত্রীক রাওয়াত-সহ ১৩ জনের।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।