নিরাপত্তারক্ষীকে নিগ্রহের সেই দৃশ্য। ভিডিয়ো থেকে নেওয়া।
আবার আবাসনের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ এক আবাসিকের বিরুদ্ধে। এ বারও ঘটনাস্থল সেই নয়ডা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, এক মহিলা এক নিরাপত্তারক্ষীকে সপাটে চড় মারছেন। মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নয়ডার কোতোয়ালি এলাকার ক্লিয়ো কাউন্টি সোসাইটির ফেস ৩-এ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই আবাসনের কয়েক জন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছেন। আচমকাই এক মহিলা এসে এক নিরাপত্তারক্ষীকে পর পর চড় মারা শুরু করেন। তা দেখে ঘটনার ভিডিয়ো করতে শুরু করেন অন্য এক নিরাপত্তারক্ষী। চড় মারার পাশাপাশি মহিলাকে ওই নিরাপত্তারক্ষীকে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায়।
Viral Video: Woman Professor Sutapa Das slaps and abuses the security guard for the delay in opening the gate in Cleo County society in Noida sector 121; Case registered and arrested.@noidapolice @DCP_Noida pic.twitter.com/OuuArESAG2
— 𓃮राम शास्त्री (@iram_shastri) September 11, 2022
ঘটনার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। পুলিশ মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা গিয়েছে, ওই মহিলার নাম সুতপা দাস। পেশায় অধ্যাপিকা সুতপাকে শনিবারই গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।
নয়ডায় অবশ্য নিরাপত্তারক্ষীকে নিগ্রহের অভিযোগ নতুন নয়। অগস্টেও এক আবাসনে একই ধরনের ঘটনা ঘটে। সে বার এক মহিলা আবাসিককে দেখা গিয়েছিল এক নিরাপত্তারক্ষীকে মারধর করতে। ক্যামেরায় ধরা পড়েছিল সেই দৃশ্যও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy