Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Kailash Vijayvargiya

বাংলাতেও টিকবে না মমতা সরকার, বিহারে প্রবণতা দেখে দাবি কৈলাসের

বাংলায় নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার আগে দিন কয়েক আগে জঙ্গলমহল পর্যন্ত ঘুরে গিয়ে‌ছেন অমিত শাহ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৭:০০
Share: Save:

বিহারে একক বৃহত্তম হওয়ার পথে এগোচ্ছে দল। তাতে বাংলা নিয়েও আত্মবিশ্বাস বাড়ল বিজেপি নেতৃত্বের। তাঁদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের টিকে থাকার কোনও সম্ভাবনাই নেই।

এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উপনির্বাচন উপলক্ষে এই মুহূর্তে মধ্যপ্রদেশে রয়েছেন তিনি। বিকেল ৪টে পর্যন্ত সেখানে ২০টি আসনে এগিয়ে রয়েছে। জয়ী হয়েছে একটি আসনে। একই সঙ্গে আরজেডি, জেডিইউ-কে টপকে বিহারেও একক বৃহত্তম দল হিসেবে এসেছে তারা।

তাতেই সংবাদমাধ্যমের সামনে বাংলা নিয়ে আত্মবিশ্বাস ধরা পড়ে কৈলাসের গলায়। তিনি বলেন, ‘‘বাংলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সেখানে হিংসা এবং অরাজকতা চরমে উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা সরকারের সামনে টিকে থাকার সুযোগই নেই।’’

আরও পড়ুন: সবচেয়ে বেশি আসনে এগিয়ে বিজেপি, নীতীশের দল তিন নম্বরে​

আরও পড়ুন: বিহারে বিজেপির সাফল্যের কারিগর মোদীই, প্রবণতা দেখে দাবি দলীয় নেতাদের​

এই মুহূর্তে বাংলার বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে বিজে‌পি। নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার আগে তাই দিন কয়েক আগে জঙ্গলমহল পর্যন্ত ঘুরে গিয়ে‌ছেন অমিত শাহ। ঠিক কোন কোন জায়গায় দলের দুর্বলতা রয়েছে, তা খুঁটিয়ে দেখে গিয়েছেন। বিহারে ভোটপর্ব মিটলেই সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE