Advertisement
২২ নভেম্বর ২০২৪
Night Curfew in Delhi

নতুন স্ট্রেন রুখতে দিল্লিতে জারি নৈশ কার্ফু, নিষেধাজ্ঞা বর্ষবরণের পার্টিতেও

অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম এই স্ট্রেনের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কোমর বেঁধে নামল কেন্দ্র। দেশের ৬টি জোনে চলছে নয়া স্ট্রেনের খোঁজ।

প্রতীকী ছবি— পিটিআই।

প্রতীকী ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৯:১১
Share: Save:

ব্রিটেনে খোঁজ পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন ঢুকে পড়েছে এ দেশেও। এখনও অবধি ২০ জনের দেহে নতুন স্ট্রেনের অস্তিত্বের খোঁজ মিলেছে। অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম এই স্ট্রেনের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কোমর বেঁধে নামল কেন্দ্র। করোনা আক্রান্তদের মধ্যে নতুন স্ট্রেনের খোঁজ পেতে দেশকে ভেঙে নেওয়া হয়েছে ৬টি জোনে। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে নৈশ কার্ফু জারির বিষয়টি দেশের সমস্ত রাজ্যকেই ভেবে দেখতে বলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই পথে হেঁটে বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রিকালীন কার্ফু জারি হল দিল্লিতে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বর্ষবরণের পার্টিতেও।

ব্রিটেনফেরত করোনার নতুন স্ট্রেনের সংক্রামক ক্ষমতা আরও বেশি। শুরুতেই সেটিকে রুখে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। তাই বর্ষবরণের মধ্যে দাঁড়িয়ে অযথা জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি রাজ্যগুলিকে রাত্রিকালীন কার্ফু জারির পরামর্শও দেওয়া হয়েছে। সেই মতো বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে কার্ফু জারি থাকবে দেশের রাজধানীতে। রাত ১১টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই কার্ফু। রাত্রিকালীন কার্ফু চলার সময় প্রকাশ্য স্থানে এক সঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবেন না। বর্ষবরণের জন্য সব ধরনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

শুধু বিদেশ থেকে ফেরা ব্যক্তিদেরই নয়। তাঁদের সংস্পর্শে আসা সকলকে খুঁজে বের করে নমুনা পরীক্ষার কাজ চালানো হবে। সে জন্য দেশের ১০টি ল্যাব করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্স মিলিয়ে দেখছে। নতুন স্ট্রেন কী ভাবে সংক্রমণ ঘটাচ্ছে সেই বিষয়টি নিয়েও চর্চা করছেন গবেষকরা। এ নিয়ে আইসিএমআর-এর এক সিনিয়র অফিসার বলেছেন, ‘‘ব্রিটেন থেকে আসা বা অন্য কোনও করোনা স্ট্রেনের খোঁজ মিললে সেগুলিকে আলাদা ভাবে চিহ্নিত করা হচ্ছে। সেগুলিকে কালচারের জন্য আরসিবি ফরিদাবাদ বা এনআইভি পুণেতে পাঠানো হচ্ছে।’’

করোনার নয়া স্ট্রেন নতুন করে আতঙ্ক বাড়ালেও আশা জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার ছাড়পত্র পাওয়া। আমেরিকা, ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণের কাজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাকে জরুরিকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। ২০২১ সালেরর জানুয়ারিতেই এ দেশেও ছাড়পত্র দেওয়া হতে পারে করোনা টিকাকে। সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বছরের শুরুতেই বৈঠকে বসবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অক্সফোর্ড ছাড়াও ভারত বায়োটেক এবং মডার্নার তৈরি টিকা এ দেশে ছাড়পত্র পাওয়ার তালিকায় রয়েছে।

অন্য বিষয়গুলি:

Coronavirus New strain Night Curfew
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy