Advertisement
০২ নভেম্বর ২০২৪
NIA

তলব এ বার ভারভারার জামাইকে

এই মামলায় তদন্তের নামে ভারভারা রাও, গৌতম নওলাখা-সহ একাধিক বিশিষ্ট জনকে গ্রেফতার করেছে এনআইএ।

ভীমা কোরেগাঁও মামলায় ভারভারা রাওকে আগেই গ্রেফতার করেছে এনআইএ। ছবি: সংগৃহীত।

ভীমা কোরেগাঁও মামলায় ভারভারা রাওকে আগেই গ্রেফতার করেছে এনআইএ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৫
Share: Save:

ভীমা কোরেগাঁও মামলায় আইসার-এর বিজ্ঞানী পার্থসারথি রায়ের পরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ডেকে পাঠাল কবি ভারভারা রাওয়ের জামাই তথা হায়দরাবাদের ইএফএল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যনারায়ণ ও তাঁর দাদা, সাংবাদিক কুর্মানাথকে। এর আগে এই মামলায় তদন্তের নামে ভারভারা রাও, গৌতম নওলাখা-সহ একাধিক বিশিষ্ট জনকে গ্রেফতার করেছে এনআইএ। অভিযোগ, মোদী সরকারের কাজের সমালোচনা করাতেই শিক্ষাবিদ ও সমাজকর্মীদের তলব করে হেনস্থা করা হচ্ছে এবং গ্রেফতার করছে এনআইএ। অধ্যাপক সত্যনারায়ণ জানিয়েছেন, তিনি ভীমা কোরেগাঁও মামলার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন। শুধু মাত্র ভারভারা রাওয়ের জামাই বলে এর আগে একাধিক বার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুদ্ধিজীবীদের এ ভাবে হেনস্থার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE