Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
National Investigation Agency

‘মাওবাদী শুভানুধ্যায়ী’, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানায় ৬০ জন সন্দেহভাজনের বাড়িতে এনআইএ হানা!

২০১৭-য় মহারাষ্ট্রে ভীমা-কোরেগাঁও হিংসার ঘটনার পরেও আনন্দ তেলতুম্বডে, গৌতম নওলাখা, স্ট্যান স্বামী-সহ অনেককে ‘মাওবাদী শুভানুধ্যায়ী’ তকমা দিয়ে গ্রেফতার করেছিল এনআইএ।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
হায়দরাবাদ শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৯:২৪
Share: Save:

নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সদস্য এবং শুভানুধ্যায়ীদের খোঁজে দক্ষিণ ভারতের দুই রাজ্যে অভিযান শুরু করল ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা’ (এনআইএ)। সরকারি সূত্রের খবর, সোমবার অন্ধ্রপ্রদেশে এবং তেলঙ্গানার অন্তত ৬০টি ঠিকানায় এনআইএ অভিযান চালিয়েছে।

অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘এনআইএ সোমবার বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, গুন্টুর, প্রকাশম, নেল্লোর, তিরুপতি, অনন্তপুর, রাজমুন্দ্রি, পালনাডুর মোট ৬০ জন নাগরিক অধিকার কর্মী, আইনজীবী এবং সন্দেহভাজন মাওবাদী সমর্থকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে।’’ তেলঙ্গানার হায়দরাবাদ এবং মাওবাদী আন্দোলনের আঁতুড়ঘর হিসাবে পরিচিত ওয়ারাঙ্গল জেলায় কয়েক জন মাওবাদী সমর্থকের বাড়িতেও হানা দেয় এনআইএ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েক বছরে একাধিক বার ‘শহুরে নকশালদের’ বিরুদ্ধে সরব হয়েছেন। অভিযোগ তুলেছেন, ভোল বদলে মাওবাদীরা নতুন রূপ নিয়ে রাজ্যে রাজ্যে সক্রিয়তা বাড়াচ্ছে। ২০১৭-য় মহারাষ্ট্রে ভীমা-কোরেগাঁও হিংসার ঘটনার পরেও আনন্দ তেলতুম্বডে, গৌতম নওলাখা, স্ট্যান স্বামী-সহ একাধিক পরিচিত সমাজকর্মী এবং শিক্ষাবিদকে ‘মাওবাদী শুভানুধ্যায়ী’ তকমা দিয়ে গ্রেফতার করেছিল এনআইএ।

অন্য বিষয়গুলি:

NIA CPI Maoist Maoist Urban naxals Urban Naxal National Investigation Agency Naxalites Maoist Link
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy