Advertisement
২২ জানুয়ারি ২০২৫
NIA

জঙ্গিদের অর্থের উৎস খুঁজতে কাশ্মীর, কর্নাটকে তল্লাশি এনআইএ-র

এনআইএ জানিয়েছে, তল্লাশি অভিযানে বেশ কিছু ‘অপরাধমূলক নথি’ এবং বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

কাশ্মীরে পুলিশি ঘেরাটোপে চলছে এনআইএ-র অভিযান। ছবি: পিটিআই।

কাশ্মীরে পুলিশি ঘেরাটোপে চলছে এনআইএ-র অভিযান। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ১৬:৫৩
Share: Save:

জম্মু ও কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলির অর্থের জোগান বন্ধ করতে অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার সকাল থেকে উপত্যকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। হানা দেওয়া হয় কর্নাটকের বেঙ্গালুরুর একটি ঠিকানাতেও।

এনআইএ-র তরফে জানানো হয়েছে, শ্রীনগরের ৯টি এবং বান্দিপোরার একটি ঠিকানায় তল্লাশি হয়েছে। এর মধ্যে সংবাদপত্র ‘গ্রেটার কাশ্মীর’-এর মালিকানা সংস্থার দফতরের পাশাপাশি কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এবং ট্রাস্টের কার্যালয় বা সংশ্লিষ্ট সংস্থাগুলির পরিচালকদের বাড়ি রয়েছে। অভিযানের সময় স্থানীয় পুলিশের সাহায্য নেওয়া হয়।

ওই সংস্থাগুলি নানা সামাজিক প্রকল্প ও ধর্মীয় প্রচারের কাজের নামে বিদেশ থেকে অনুদান সংগ্রহ করত। দেশের বিভিন্ন রাজ্য থেকেও তারা নিয়মতি আর্থিক সাহায্য পেত বলে এনআইএ-র দাবি। তদন্তকারী সংস্থার অভিযোগ, সেই টাকার বড় অংশ ঘুরপথে জঙ্গি সংগঠনগুলির কাছে পৌঁছে যেত।

আরও পড়ুন: আগামী সপ্তাহে অম্বালায় আরও তিনটি রাফাল, এপ্রিলে হাসিমারায়

কাশ্মীরের মানবাধিকার আন্দোলনের নেতা পারভেজ খুররমের বাড়ি, তাঁর সংস্থা ‘জম্মু-কাশ্মীর কোয়ালিশন ফর সিভিল সোসাইটি’-র দফতরে এনআইএ আধিকারিকরা হানা দেন এ দিন। খুররমের সহযোগী পারভেজ আহমেদ বুখারি, আহমেদ মট্টা এবং তাঁদের বন্ধু স্বাতী শেষাদ্রির বাড়িতেও তল্লাশি হয়েছে। তালিকায় রয়েছে, কাশ্মীরে নিখোঁজদের পরিবারের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ পেরেন্টস অফ ডিসঅ্যাপিয়ার্ড পার্সনস’-এর প্রধান পরভিনা অহঙ্গেরের বাড়ি এবং ‘অ্যাথ্রাউট’-এর মতো সামাজিক উন্নয়নের কাজে জড়িত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ‘জিকে ট্রাস্ট’-এর দফতরে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এনআইএ অভিযানের নিন্দা করে টুইটারে লেখেন, ‘মানবাধিকার আন্দোলনের নেতা খুররম পারভেজ এবং গ্রেটার কাশ্মীরের দফতরে এনআইএ-র এই অভিযান আসলেমত প্রকাশের স্বাধীনতা হরণ করার উদ্দেশ্যে ভারত সরকারের দমনপীড়ন। প্রতিবাদীদের ভয় দেখাতে বিজেপির পোষ্য হিসেবে কাজ করছে এনআইএ’।

আরও পড়ুন: জীবন সংশয় এবং ব্যয় বহন করলে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হোক, বলে দিল সুপ্রিম কোর্ট

এ দিন বিকেলে এনআইএ জানিয়েছে, তল্লাশি অভিযানে বেশ কিছু ‘অপরাধমূলক নথি’ এবং বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) এবং ইউএপিএ-র বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

NIA Karnataka Kashmir Mehbooba Mufti J&K Jammu and Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy