বিয়ের মঞ্চেই বরের গালে সপাটে চড় কষালেন নববধূ। তার পরে যা ঘটল তা দেখে আঁতকে উঠবে যে কেউ।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নববধূ এবং বর বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন। হঠাৎ বরকে মিষ্টি খাওয়াতে যান নববধূ। মুখ ঘুরিয়ে নিতে দেখা যায় বরকে। আবারও খাওয়াতে যান বধূ। এ বারও বর সেই মিষ্টি খেতে অস্বীকার করেন।
আরও পড়ুন:
সকলের সামনে বার বার প্রত্যাখ্যাত হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি নববধূ। রাগের বশে বরের মুখে মিষ্টি ঘষে দেন তিনি। ব্যস, এর পরই হুলস্থুল বেধে যায়। বরও মেজাজ হারিয়ে সপাটে চড় কষিয়ে দেন নববধূর গালে। এর পর পাল্টা চড় কষান নববধূও। পর পর বেশ কয়েক বার চড়, পাল্টা চড় পরিবেশ গরম হয়ে ওঠে। নবদম্পতির এমন কাণ্ডে অতিথি, আত্মীয়-পরিজনরা হতভম্ব হয়ে যান।
তার পরবর্তী ঘটনা অবশ্য জানা যায়নি। এমনকি ভিডিয়োটি কোথাকার সেটাও জানা যায়নি। কৌতুকাভিনেতা সুনীল গ্রোভার ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেন। যদিও পরে জানা গিয়েছে, এটি কোনও সত্য ঘটনা নয়। এটি তৈরি করা।