নেতাজির ছবির সামনে তাঁর কন্যা অনিতা বসু পাফ। — ফাইল ছবি।
আগামী ২৩ জানুয়ারি কলকাতায় ধুমধাম সহকারে নেতাজির জন্মদিবস পালনের তোড়জোড় করেছে আরএসএস। তার আগে সুভাষচন্দ্র বসু এবং আরএসএস-বিজেপির মতাদর্শগত ফারাক বোঝালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। সংবাদ সংস্থা পিটিআইকে জার্মানি থেকে ফোনে নেতাজি-কন্যা জানান, নেতাজি এবং আরএসএসের মতাদর্শের মধ্যে বিস্তর ব্যবধান। দু’টি কার্যত দুই মেরু। তাঁর মতে, নিজেদের সুবিধার জন্য নেতাজির উত্তরাধিকার দখলদারির উদ্দেশে এই কাজ করছে আরএসএস এবং বিজেপি।
নেতাজিকে নিয়ে বিজেপির ‘ভালবাসা’ বহুচর্চিত। ‘অমর জওয়ান জ্যোতি’ সরিয়ে দিল্লির ইন্ডিয়া গেটে বসেছে নেতাজির মূর্তি। আন্দামানে দ্বীপের নাম দেওয়া হয়েছে তাঁর স্মৃতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও নিয়মিত উল্লেখ থাকে নেতাজির। শুধু বিজেপিই নয়, তাদের মতাদর্শগত ‘গুরু’ আরএসএসও শামিল নেতাজি বন্দনায়। এ বছর সুভাষের জন্মদিবস পালন অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত শহিদ মিনার ময়দানে ভাষণ দেবেন। কিন্তু সুভাষ-কন্যা অনিতা সরাসরিই জানাচ্ছেন, আরএসএস বা বিজেপির মতাদর্শের সঙ্গে নেতাজির সব সম্প্রদায়কে সম্মান জানানোর মতাদর্শকে কোনও ভাবেই মেলানো যায় না। জার্মানি থেকে ফোনে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘আরএসএস এবং বিজেপির মধ্যে এই মনোভাব দেখতে পাই না। যদি খুব সহজ করে বলতে হয়, নেতাজি ছিলেন বামপন্থী। আর ওরা দক্ষিণপন্থী।’’ অনিতার সংযোজন, ‘‘আরএসএসের মতাদর্শ সম্পর্কে যা শুনতে পাই, তা থেকে এটা বলতে আমার কোনও সমস্যা নেই যে, নেতাজির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর। এই দুই মতাদর্শ কখনওই এক সঙ্গে যায় না। বহু গোষ্ঠী নিজেদের মতো করে নেতাজির জন্মদিন পালন করতে চায়। তার বেশির ভাগের সঙ্গেই নেতাজির মতাদর্শগত মিল রয়েছে।’’
তাঁর কাছে প্রশ্ন ছিল, নেতাজি কি আরএসএসের সমালোচক ছিলেন? জবাবে অনিতা বলেন, ‘‘আমি এ বিষয়ে নেতাজির বলা কোনও কথা বলতে পারব না। তিনি আরএসএস সদস্যদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেও থাকতে পারেন। আমি শুধু জানি, নেতাজির মতাদর্শ কী ছিল এবং আরএসএস কী চায়। এই দুই মূল্যবোধ কখনওই এক সঙ্গে যায় না। আরএসএস এবং নেতাজির ধর্মনিরপেক্ষতার মতাদর্শ সম্পূর্ণ বিপরীত মেরুর।’’
নেতাজি-কন্যা আরও বলেছেন, ‘‘এখন যদি নেতাজি জীবিত থাকতেন এবং বর্তমান সরকার সম্পর্কে ভিন্নমত পোষণ করতেন, তা হলে বিজেপি নিশ্চয়ই তাঁকে সম্মান করত না। সুতরাং একটা ব্যাপার পরিষ্কার, উচ্চকিত নেতাজি বন্দনার মধ্যে দিয়ে বিজেপি, আরএসএস নিজেদের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছে।’’
অনিতাকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে নেতাজির মতাদর্শের কাছাকাছি রয়েছে কোন রাজনৈতিক দল? তিনি বলেন, ‘‘মতাদর্শের বিষয় যতটা বুঝি, নেতাজির সঙ্গে কংগ্রেসের মতাদর্শের অনেক কিছুই মেলে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy