Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Jagdeep Dhankhar

রাহুলের নাম না করেই ‘মিথ্যা’ নিয়ে সরব ধনখড়, সংসদের সম্মান ফেরাতে চাইলেন আয়ুর্বেদিক দাওয়াই

লন্ডনে এক আলোচনাসভায় রাহুল বিজেপির সমালোচনা করে দাবি করেছিলেন যে, দেশে বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে। তিনি এ-ও জানান যে, সংসদে বার বার তাঁর মাইক্রোফোনের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে।

Need medicine, Jagdeep Dhankhar jabs Rahul Gandhi over comments on muted microphone in parliament

রাহুলের নাম না করেই ‘মিথ্যা’ নিয়ে সরব হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ২০:৪২
Share: Save:

রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মিথ্যা’ বক্তব্য রাখার এবং বিদেশের মাটিতে দেশের গণতন্ত্রকে ‘অসম্মান’ করার অভিযোগ তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তবে কংগ্রেস নেতার নাম মুখে নেননি তিনি। বরং স‌ংসদের সম্মান ফিরিয়ে আনতে আয়ুর্বেদিক ওষুধের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

উত্তরপ্রদেশে আয়ুর্বেদ সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনখড়। সেখানেই তিনি রাহুলের নাম না করে বলেন, “কেউ কেউ বলছেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সংসদে কিছু বলতে গেলেই নাকি মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে না।” কিছু দিন আগেই লন্ডনে লেবার পার্টির ভারতীয় বংশোদ্ভূত সাংসদ বীরেন্দ্র শর্মা আয়োজিত এক আলোচনাসভায় রাহুল বিজেপির সমালোচনা করে দাবি করেছিলেন যে, দেশে বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে। তিনি এ-ও জানান যে, সংসদে বার বার তাঁর মাইক্রোফোনের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে।

রাহুলের এই বক্তব্যের প্রেক্ষিতে তাঁর কড়া সমালোচনা করেছিলেন বিজেপি নেতারা। তাঁরা দাবি করেছিলেন যে, রাহুল দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছেন। এ বার এই বিষয়ে মুখ খুললেন ধনখড়ও। উপরাষ্ট্রপতি ধনখড় পদাধিকারবলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানও বটে। শনিবার তিনি দাবি করেন যে, ভারতের ধারাবাহিক উন্নতির জন্য তিনি গর্ব অনুভব করেন। কিন্তু সংসদ সম্পর্কে মিথ্যা বক্তব্যে তিনি যে মর্মাহত, তা-ও বুঝিয়ে দেন ধনখড়। মঞ্চে দাঁড়িয়েই আয়োজকদের তিনি বলেন, “সংসদের মর্যাদা রক্ষায় আপনাদের উচিত কোনও আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা।”

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhankhar Rahul Gandhi Indian Parliament Ayurveda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy