প্রতীকী ছবি।
সত্যিই ‘মুখ’ ঢেকে গিয়েছে বিজ্ঞাপনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পের। বিরোধীদের অভিযোগ নয়, নারীকল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে ওই প্রকল্প শুরুর পরবর্তী তিন বছরে শুধু বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে আর্থিক বরাদ্দের প্রায় ৮০ শতাংশ!
বিজেপি সাংসদ হিনা গাভিটের নেতৃত্বাধীন সংসদীয় কমিটির রিপোর্ট জানাচ্ছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পে মোট ৪৪৬ কোটি ৭২ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ করেছে কেন্দ্র। তার ৭৮.৯১ শতাংশই ব্যয় হয়েছে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন খাতে।
২০১৫ সালের জানুয়ারি মাসে ধুমধাম করে ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সরকারি তরফে জানানো হয়েছিল, দেশে লিঙ্গবৈষম্য সমস্যার মোকাবিলা করতে এবং কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যই ওই প্রকল্পের সূচনা করা হয়েছে।
কিন্তু সূচনার থেকে কাজের বদলে প্রচারই মুখ্য হয়েছে বলে অভিযোগ। সংবাদপত্র, টিভি চ্যানেল-সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে ওই প্রকল্পের বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র। দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের খরচ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রকল্প রূপায়ণের খাতে যত খরচা হয়েছে, তার কয়েক গুণ বেশি ব্যয় করা হয়েছে প্রকল্প সম্পর্কিত বিজ্ঞাপনে! শুধু তাই নয়, সংসদে পেশ হওয়া তথ্য অনুসারে শতাংশের হিসেবে বিজ্ঞাপন খাতে খরচের হার বাড়ানো হয়েছে প্রতি অর্থবর্ষেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy