কোটি টাকা মূল্যের এই ষাঁড়টিকেই উদ্ধার করা হয়েছে। ছবি: টুইটার।
দিল্লির পাশাপাশি যমুনার জলে ভাসছে উত্তরপ্রদেশেরে নয়ডা এবং গাজ়িয়াবাদের বেশি কিছু এলাকাও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য উদ্ধারকারী দলগুলি সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুদেরও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
গবাদি পশুদের লাইফবেল্ট পরিয়ে জল পারাপার করানো হচ্ছে। এমন দৃশ্যও প্রকাশ্যে এসেছে। গবাদি পশুদের উদ্ধারকাজ চালানোর সময় গাজ়িয়াবাদের একটি এলাকায় নদীর জলে আটকে পড়া একটি ষাঁড়কেও উদ্ধার করে এনডিআরএফ। যেটির দাম এক কোটি টাকারও বেশি। যে দামে একটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলা যায়। এনডিআরএফ সেই ষাঁড়ের ছবি টুইটও করেছে।
এনডিআরএফ সূত্রে খবর, গাজ়িয়াবাদ থেকে যে ষাঁড়টি উদ্ধার করা হয়েছে, সেটি দেশের এক নম্বর ষাঁড় ‘প্রীতম’। যার দাম কোটি টাকারও বেশি। যমুনার জলে ভেসে যাচ্ছিল সেটি। জীবনের ঝুঁকি নিয়ে সেই ষাঁড়টিকে উদ্ধার করেন এনডিআরএফ কর্মীরা।
#आपदासेवासदैवसर्वत्र
— 8th BN NDRF (@8NdrfGhaziabad) July 15, 2023
Team @8NdrfGhaziabad has rescued 3 cattles including India's No.1 Bull "PRITAM" costing 1 Cr. from Noida. NDRF teams are working hard to save lives in flood affected areas.#animalrescue @ndmaindia @NDRFHQ @noida_authority @HMOIndia @PIBHomeAffairs pic.twitter.com/MdMRikYFVz
প্রশাসন সূত্রে খবর, যমুনার প্লাবনে নয়ডার ৫৫০ হেক্টর জমি জলের তলায় চলে গিয়েছে। যার জেরে আটটি গ্রাম বানভাসি হয়ে গিয়েছে। সেই সব গ্রাম থেকে পাঁচ হাজার বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে।
প্রায় ৬ হাজার পশু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তার মধ্যে কুকুর, গরু, মোষ, ছাগলের মতো গৃহপালিত পশু যেমন রয়েছে, তেমন পথে ঘুরে বেড়ানো পশুদেরও উদ্ধার করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy