Advertisement
E-Paper

ভারত মহাসাগরে চিন তৎপরতা বাড়াচ্ছে, কমান্ডারদের সম্মেলনে নৌসেনা প্রধানের সাত দাওয়াই

নিজেদের সমুদ্রসীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের স্বার্থরক্ষার জন্য চিনা তৎপরতার উপর নজরদারি চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী।

Navy chief Admiral Dinesh K Tripathi directs commanders to focus on 7 specific areas

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২১:৩৪
Share
Save

ভারত মহাসাগরে চিনা নৌবাহিনীর তৎপরতা ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে নিজেদের সমুদ্রসীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের স্বার্থরক্ষার জন্য পরিস্থিতির উপরে ভারতকে নিবিড় ভাবে নজরদারি চালিয়ে যেতে হবে বলে মনে করেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী। পাশাপাশি মঙ্গলবার নৌসেনা কমান্ডারদের অধিবেশনে সম্ভাব্য চিনা হামলার মোকাবিলার জন্য সাত দফা প্রস্তুতির নির্দেশও দিয়েছেন তিনি।

কর্নাটকের কারওয়ার নৌঘাঁটিতে সোমবার থেকে নৌসেনার কমান্ডার স্তরের তিন দিনের সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ওই সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠী নিয়মিত যুদ্ধের অনুশীলন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নৌবহরের রক্ষণাবেক্ষণ, নতুন ও উন্নততর প্রযুক্তির ব্যবহার, নৌবহর পরিচালনার জন্য প্রয়োজনীয় সরবরাহ অক্ষুণ্ণ রাখা, নৌসেনাকর্মীদের উন্নয়ন এবং বায়ুসেনার সঙ্গে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন।

ওয়াশিংটন-বেজিং শুল্কযুদ্ধের আবহে ভারত মহাসাগরে চিনা নৌবাহিনীর তৎপরতা নিয়ে নৌসেনা প্রধানের এই মন্তব্যকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই। ঘটনাচক্রে, সম্প্রতি পূর্ব লাদাখের প্রকৃতি নিয়ন্ত্রণরেখা (এলএসি)-কে শান্তি ফেরানোর যৌথ মেকানিজ়ম নিয়ে বেজিঙয়ে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। প্রসঙ্গত, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনকে চাপে রাখার জন্য কয়েক বছর আগেই আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ (চতুর্দেশীয় অক্ষ)-এ যোগ দিয়েছে ভারত। সম্প্রতি, দক্ষিণ চিন সাগরে বেজিঙয়ের আধিপত্য রুখতে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন জোট ‘স্কোয়াড’-এর বৈঠকেও আমন্ত্রণ পেয়েছে ভারত।

২০২৩ সালে নৌসেনা কমান্ডারদের সম্মেলনে তৎকালীন প্রধান অ্যাডমিরাল হরি কুমারও ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘যে কোনও সময়েই তিন থেকে ছ’টি চিনা যুদ্ধজাহাজ ভারত মহাসাগর অঞ্চলে দেখা যাচ্ছে। তা ছাড়া, নিয়মিত যাতায়াত করছে গবেষণা জাহাজ।’’ ওই গবেষণা জাহাজগুলি আদতে চিনা ‘পিপল্‌স লিবারেশন আর্মি’র বলেও সন্দেহ নৌসেনার। মঙ্গলবার কারওয়ারের সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠী ভারতীয় নৌসেনার অপারেশনাল ডেটা ফ্রেমওয়ার্ক, মহাকাশযুদ্ধে আন্তঃবাহিনী সমন্বয় সংক্রান্ত পরিকল্পনা, নৌ ও বিমান চলাচল সুরক্ষা এবং নৌসেনার কর্মী ও আধিকারিকদের অবসর এবং জীবনযাত্রার উপর ‘স্টপ রেফারেন্স গাইড’ প্রকাশও করেন।

Indian Navy Indian Defence System India-China Conflict Indian Ocean PLA Chinese Vessel

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}