বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল ১৯ বছরের এক নাবিকের দেহ। বৃহস্পতিবার সকালে ওই নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
আরও পড়ুন:
ওই তরুণ নাবিক আত্মহত্যা করেছেন বলে অনুমান। ভারতীয় নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অনুসন্ধান করে দেখা হবে।’’
আরও পড়ুন:
ইন্ডিয়া টু’ডে সূত্রে খবর, ওই নাবিক বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। তবে কোন এলাকায় রণতরী থেকে নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি। আত্মহত্যা হলে তা কী কারণে, তা-ও স্পষ্ট নয়। এই ঘটনায় পুলিশেও মামলা রুজু করা হয়েছে।