(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।
অরবিন্দ কেজরীওয়ালের আমলে ৩৩ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার করা হয়। তার মধ্যে শুধু পর্দাই বসেছে ৯৬ লক্ষ টাকার। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)-র রিপোর্ট তুলে ধরে এ কথা জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। রান্নাঘরের জিনিসপত্রের জন্য খরচ করা হয়েছে ৩৯ লক্ষ টাকা। রেশমের কার্পেটের জন্য খরচ হয়েছে ১৬ লক্ষ ২৭ হাজার টাকা। টিভি কনসোল (টেলিভিশনের তাক)-এর জন্য খরচ করা হয়েছে ২০ লক্ষেরও বেশি টাকা। এই নিয়ে আম আদমি পার্টি (আপ)-র সরকারকে আবারও ‘শিশমহল’ নিয়ে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরীর দলকে খোঁচা দিয়ে তিনি বলেন, “দিল্লিবাসী যখন করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন আপ ব্যস্ত থেকেছে ‘শিশমহল’ নিয়ে।”
কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২০-২২ সালের মধ্যে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কার করানো হয়। তা নিয়ে বিজেপি মাঝেমধ্যেই খোঁচা দেয় আপকে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনকে ‘শিশমহল’ বলে কটাক্ষ করে বিজেপি। তাদের অভিযোগ, সাধারণ মানুষের করের টাকা খরচ করে ওই সরকারি বাসভবন সংস্কার করিয়েছেন কেজরী। গত বছরের ১৭ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন কেজরী। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনও ত্যাগ করেন অক্টোবরে। তবে ‘শিশমহল’ বিতর্ক থামেনি। দিল্লিতে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানেও আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম ‘অস্ত্র’ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কারের বিতর্ক।
ক্যাগ রিপোর্টের ভিত্তিতে সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান ধরে রবিবার ফের এক বার আপ সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। কেজরীর দলকে বিঁধে মোদী বলেন, “ওদের শিশমহলই ওদের মিথ্যার প্রমাণ… যখন সাধারণ মানুষ কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন, যখন মানুষ ওষুধ এবং অক্সিজেনের জন্য ছোটাছুটি করছেন, তখন তারা (আপ) শিশমহল তৈরিতে ব্যস্ত থেকেছে।” সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে মোদীর বক্তব্য, তারা শিশমহলের জন্য মোটা টাকার বাজেট তৈরি করেছিল। যা খরচ ধরা ছিল, তার তিন গুণ বেশি খরচ হয়েছে। তিনি বলেন, “এটাই বাস্তব। তারা (আপ) দিল্লিবাসীর কথা কিংবা দিল্লির উন্নয়নের কথা ভাবেন না।” রবিবার ফের এক বার আপকে ‘আপ-দ’ বলে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপদ সহ্য করব না, এটি বদলেই ছাড়ব।”
সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত এক দশক ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। তবে গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হন। এই অবস্থায় বিধানসভা নির্বাচনের আগে আপকে পর পর আক্রমণ শানিয়ে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব। শনিবার দিল্লির মোতিবাগে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ‘শিশমহল’ নিয়ে খোঁচা দিয়েছেন কেজরীকে। তিনি বলেন, ‘‘সম্প্রতি আমি দিল্লির কিছু পড়ুয়াকে প্রশ্ন করেছিলাম যে, অরবিন্দ কেজরীওয়াল দিল্লির জন্য কী করেছেন? এক পড়ুয়া আমায় জানায়, কেজরীওয়াল নিজের জন্য শিশমহল বানিয়েছেন! অথচ এই কেজরীওয়াল ক্ষমতায় আসার আগে দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় এলে সরকারি বাংলো পর্যন্ত নেবেন না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy