Advertisement
২২ জানুয়ারি ২০২৫
New Year

কবিতায় বর্ষবরণ মোদীর, কৃষক-বার্তা রাহুলের

ইটালি থেকে পাঠানো কংগ্রেস নেতা রাহুল গাঁধীর নববর্ষের বার্তাতেও উঠে এসেছে আন্দোলনরত কৃষকদের কথা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৪:২৯
Share: Save:

এ বার তিনি কবি হলেন। শান্তিনিকেতনে দীর্ঘ ভাষণের পরে, নিজের লেখা কবিতার ছত্রে ছত্রে নববর্ষকে বরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কবিতা আর তার ভিডিয়ো প্রচারও হল সরকারি উদ্যোগে। নিজের পাঠ করা কবিতায় আশার কথা, সূর্যোদয়ের কথা শোনালেন প্রধানমন্ত্রী। আর ভিডিয়োয় উঠে এল করোনাকালে স্বাস্থ্যকর্মীদের লড়াই, সেনার বিজয়-কাহিনি কিংবা মাটি-ফসলের সঙ্গে কৃষকের ভালবাসার ছবি। ঘটনাচক্রে, ইটালি থেকে পাঠানো কংগ্রেস নেতা রাহুল গাঁধীর নববর্ষের বার্তাতেও উঠে এসেছে আন্দোলনরত কৃষকদের কথা।

সরকারি টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, নতুন বছরের প্রথম দিনটি আমাদের প্রধানমন্ত্রীর লেখা ‘মনোমুগ্ধকর ও প্রেরণাদায়ক’ কবিতা ‘আভি তো সুরজ উগা হ্যায়’ দিয়ে শুরু করা যাক। সেই কবিতা পাঠের ভিডিয়োর শুরুতেই রয়েছে সাদা লম্বা দাড়ি, দূরের দিকে তাকিয়ে থাকা মোদীর ছবি। হাতে ফাইল। ভিডিয়োয় নিজের কবিতা পাঠ করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘‘আসমান মে শর উঠাকর/ ঘনে বাদল কো চির কর/ রোশনী কা সংকল্প লে/ আভি তো সুরজ উগা হ্যায়...।’’ বিশ বিশের বিষ কাটিয়ে ২০২১। নতুন বছরের শুরুতে আশার কথা শোনাতে গিয়ে করোনা যোদ্ধাদের ছবি, সেনাবাহিনীর ছবি, ট্রাক্টর নিয়ে চাষের জমিতে কাজ করতে যাওয়া কৃষকের ছবি রাখা হয়েছে ভিডিয়োয়। প্রধানমন্ত্রীর সমালোচকদের অনেকেই অবশ্য বলছেন, প্রবল শীত, কুয়াশার মধ্যে প্রায় ৩৫ দিন ধরে রাস্তায় বসে থেকে আন্দোলন করা কৃষকদের সঙ্গে সরাসরি কথা না বলে নতুন

বছরে মোদীর এই আশ্বাসবাণী কতটুকু কাজে আসবে?

আন্দোলনরত এই কৃষকদের কথাই নববর্ষের বার্তায় টেনে এনেছেন রাহুল। কৃষক বিক্ষোভের মধ্যেই তাঁর বিদেশ সফর নিয়ে সমালোচকদের কটাক্ষের অন্ত নেই। তবে ইটালি থেকে ভারতীয় সময়ে নতুন বছর শুরুর হিসেব মিলিয়ে টুইট করেছেন রাহুল। লিখেছেন, ‘‘যে কৃষক, শ্রমিকেরা অন্যায়ের বিরুদ্ধে সম্মানের সঙ্গে লড়াই করছেন, আমার হৃদয় তাঁদের কাছে পড়ে রয়েছে। যাঁদের হারিয়েছি, নতুন বছরের শুরুতে তাঁদের কথা মনে পড়ছে। আর যাঁরা আমাদের রক্ষা করছেন, আমাদের জন্য আত্মত্যাগ করছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।’’

অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি অবশ্য বিদেশ থেকে কৃষকদের প্রতি রাহুলের এই নববর্ষের বার্তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। টুইটারে তারা লিখেছে, ‘‘মিলান খেকে আপনি কি ফিরে এসেছেন?’’

অন্য বিষয়গুলি:

New Year Narendra Modi Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy