প্রতিবাদ: যুব কংগ্রেসের ‘সংসদ ঘেরাও’ অভিযানে সমর্থকদের মাঝে রাহুল গাঁধী। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।
কংগ্রেস নেতা রাহুল গাঁধী মনে করেন, সত্য এবং বাস্তবকে অবদমিত করে রাখতেই পেগাসাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তাঁর উপলব্ধি— যুব সমাজ যে মুহূর্তে সত্যকে উপলব্ধি করতে পারবে, সঙ্গে সঙ্গে মোদী সরকার ভেঙে ছত্রখান হয়ে যাবে। তবে সেটা যে সহজে হবে না, পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার তার প্রমাণ।
ইজ়রায়েলি সংস্থা এনএসও-র তৈরি মোবাইলে আড়িপাতার সফ্টওয়্যার পেগাসাস নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। অভিযোগ উঠেছে, ভারতের বহু বিশিষ্ট সাংবাদিক-সহ সমাজের প্রায় সর্ব স্তরের নেতৃস্থানীয়দের মোবাইলে এই স্পাইওয়্যারের সাহায্যে আড়ি পাতা হয়েছে। এই তালিকায় রাহুল গাঁধী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী রাজনৈতিক নেতারাও রয়েছে। মোদী সরকার যদিও স্বীকার করেনি যে তারাই এই আড়ি পাতার সামগ্রী কিনে কাজে লাগিয়েছে। কিন্তু প্রস্তুতকারী সংস্থা এনএসও জানিয়েছে— ইজ়রায়েল সরকারের অনুমোদন সাপেক্ষে কেবলমাত্র কোনও দেশের সরকারকেই তারা পেগাসাস বিক্রি করেছে। ফলে বিরোধীরা পেগাসাস ব্যবহারের জন্য মোদী সরকারকেই দুষছেন। কেন্দ্রীয় সরকারও বিষয়টি নিয়ে মুখবন্ধ রাখার কৌশল নিয়ে সন্দেহের কুয়াশাকে আরও গাঢ় করে তুলেছে। সংসদে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাবেও তারা নারাজ। এই পরিস্থিতিতে রাহুলের অভিযোগ— মোদী সরকারের লক্ষ্য সব রকম ভাবে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজের কাছে সত্যকে লুকিয়ে রাখা।
আড়ি পাতা কেলেঙ্কারির তদন্ত চেয়ে আজ ‘সংসদ ঘেরাও’-এর ডাক দিয়েছিল যুব কংগ্রেস। বুধবার রাত থেকেই দিল্লিকে সে জন্য অবরুদ্ধ করে দিয়েছিল পুলিশ, যাতে আশপাশের রাজ্যগুলি থেকে বিক্ষোভকারীরা আসতে না-পারেন। কংগ্রেসের অনেক নেতা এই কর্মসূচিতে বক্তৃতা দেন। রাহুল গাঁধী বলেন, “আমার মোবাইলে আড়ি পাতা মানে প্রত্যেক যুবকের ফোনে আড়ি পাতা। উদ্দেশ্য হল প্রকৃত সত্যটাকে লুকিয়ে রাখা। পেগাসাসের মাধ্যমে সবার ফোনে ঢুকে বসে আছেন মোদী!”
রাহুল আরও বলেন, “সরকারের সব আয়োজনেরই উদ্দেশ্য সত্যকে চেপে রাখা। সংসদে বিরোধীরা সরকারের অপশাসনের বিরুদ্ধে গলা ফাটিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু লোকসভা বা রাজ্যসভা টিভি তা দেখাচ্ছে না। তারা বিজেপি সাংসদদের বক্তৃতাটাই দেখিয়ে চলেছে।”
সাংবাদিকদের উদ্দেশে রাহুলের প্রশ্ন, “আপনারা বলুন তো, সত্য প্রকাশের স্বাধীনতা কি আপনাদের রয়েছে? পারবেন বেকারত্বের আসল ছবিটা তুলে ধরতে?” তিনি বলেন, “কৃষক, যুবকদের অবদমিত করে রাখা হয়েছে, ছোট ব্যবসায়ীদেরও। এই সরকার কর্মসংস্থানে ব্যর্থ। এ হল ‘হাম দো, হমারা দো’ সরকার। দু’তিন জন বৃহৎ শিল্পপতির সঙ্গে গাঁটছাড়ার জোরে আজ টিকে আছেন মোদী। আর এই ব্যবস্থা টিকিয়ে রাখতেই তাদের অস্ত্র পেগাসাস।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy