স্ট্যাচু অব ইউনিটি। —ফাইল ছবি।
সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনের প্রাক্কালে এবং স্ট্যাচু অব ইউনিটি প্রকল্পের ষষ্ঠ বছর উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্মদা জেলার একতা নগরে ২৮৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ৫৯৭ ফুট উঁচু বিশ্বের সর্বোচ্চ মূর্তিটিকে ঘিরে পর্যটকদের আকর্ষণ আরও বাড়ানোই এই প্রকল্পগুলির মূল লক্ষ্য।
উদ্বোধন হওয়া এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বনসাই গার্ডেন, একটি নিকাশি ব্যবস্থা, সর্দার সরোবর বাঁধ ‘এক্সপিরিয়েন্স সেন্টার’, একটি উপ-জেলা হাসপাতাল, ট্রাফিক সার্কল এবং স্মার্ট বাস স্টপ। ‘স্ট্যাচু অব ইউনিটি এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ট্যুরিজ়ম গভর্ন্যান্স অথরিটি’-র এলাকার মধ্যে পর্যটকদের চলাচলের সুবিধার্থে ১০টি স্মার্ট বাস স্টপ এবং পিক-আপ স্ট্যান্ডের প্রথম ধাপেরও উদ্বোধন করেছেন মোদী। এখানকার প্রধান পর্যটন কেন্দ্রগুলিকে সংযুক্ত করার জন্য নতুন ওয়াক ওয়ে, ‘মিয়াওয়াকি’ বন সম্প্রসারণ এবং হেলিপ্যাড রোডের সৌন্দর্যায়ন প্রকল্পেরও উদ্বোধন করেছেন মোদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy