এ বার ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র
২৪ ঘণ্টা আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। আর এ বার ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুল হাতে পড়লে ক্রিপ্টোকারেন্সি যে দেশের বড় ক্ষতি করতে পারে, তা-ও মনে জানালেন মোদী।
ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদী ও সংসদীয় কমিটি। সেখানে অনেকেরই মতে, নিষেধাজ্ঞা আরোপ না করে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ন্ত্রণের আওতায় আনা হোক। যদিও এ বিষয়ে উল্টো সুরই শোনা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের গলায়। তাঁর মতে, বিষয়টি যথেষ্ট ‘গভীর’।
শক্তিকান্তের সুরেই এ বার সুর মেলালেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার ‘ঋণের মসৃণ জোগান এবং আর্থিক বৃদ্ধি’র বিষয়ক সম্মেলনে মোদী বলেন, ‘‘ক্রিপ্টোকারেন্সি যাতে ভুল হাতে না যায়, সে বিষয়ে সব গণতান্ত্রিক দেশকে একজোট হয়ে কাজ করতে হবে। এর ভুল ব্যবহার যুব সমাজকে ধ্বংস করে দিতে পারে। আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি যেখানে তথ্য ও প্রযুক্তি এক ভয়ঙ্কর হাতিয়ার।’’
সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্র এই সংক্রান্ত বিল আনার কথা ভাবছে বলে খবর। তবে মোদী জানান, এ বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ কমিটি গড়ে যথেষ্ট আলোচনা করে তবেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy