Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Narendra Modi

Narendra Modi: প্রধানমন্ত্রীর মুখে অরবিন্দ-বিবেকানন্দ

পুদুচেরিতে জাতীয় যুব উৎসবের সূচনা হয়েছে। উদ্বোধনী ভাষণে দেশ ও সমাজের প্রতি যুব সম্প্রদায়ের দায়িত্ব ও কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন মোদী।

২৫তম জাতীয় যুব উৎসবের প্রধানমন্ত্রী বক্তৃতায় নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

২৫তম জাতীয় যুব উৎসবের প্রধানমন্ত্রী বক্তৃতায় নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ০৮:১০
Share: Save:

দেশের ২৫তম জাতীয় যুব উৎসবের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় ঘুরে ফিরে এল বাঙালি মনীষীদের কথা। বেশ কয়েক বার উল্লেখ করেছেন ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসুর নাম। সম্ভবত পুদুচেরিতে অনুষ্ঠান বলেই বার বার ঋষি অরবিন্দের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। দেশ গঠনে এবং যুব সমাজকে তিনি কী ভাবে প্রেরণা জুগিয়েছিলেন, মোদী সে কথাও স্মরণ করেন।

আজ থেকে পুদুচেরিতে জাতীয় যুব উৎসবের সূচনা হল। উদ্বোধনী ভাষণে দেশ ও সমাজের প্রতি যুব সম্প্রদায়ের দায়িত্ব ও কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘মহর্ষি অরবিন্দ বলেছিলেন – এক জন সাহসী, স্পষ্টবাদী, পরিচ্ছন্ন হৃদয় এবং উচ্চাকাঙ্ক্ষী যুবকই এক মাত্র ভিত্তি, যার উপর ভবিষ্যতের জাতি গড়ে তোলা যায়। তাঁর কথা আজ একুশ শতকের ভারতের যুবকদের কাছে জীবন মন্ত্রের মতো।’’ এখানেই থেমে থাকেননি মোদী। তাঁর কথায়, ‘‘শ্রী অরবিন্দ যুবকদের জন্য বলতেন, তরুণদেরই নতুন বিশ্বের নির্মাতা হতে হবে। বিপ্লব ও বিবর্তনকে ঘিরে তিনি যে দর্শন স্থাপন করেছিলেন তা তরুণদের আসল পরিচয়। এই দু’টি গুণ একটি প্রাণবন্ত জাতিরও বড় শক্তি।’’

সেই সূত্র ধরে স্বাধীনতা সংগ্রামে যুব সম্প্রদায়ের অবদানের কথা বলতে গিয়ে মোদী বলেন, ‘‘ভারত যখন তাঁর হারানো আত্মসম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছে, স্বামী বিবেকানন্দের মতো একজন যুবক ভারতের জ্ঞানের চিরন্তন আহ্বানের মাধ্যমে বিশ্বকে জাগিয়ে তোলেন।’’ প্রধানমন্ত্রীর মতে, এই বছর তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘এটা নেতাজি সুভাষবাবুর ১২৫তম জন্মবার্ষিকীর বছরও। আর ২৫ বছর পর দেশ স্বাধীনতার ১০০ বছর উদ্যাপন করবে। অর্থাৎ, ২৫-এর এই সংমিশ্রণে ভারতের একটি মহান ছবি উঠে আসবে।’’

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করার সিদ্ধান্ত কেন তাঁর সরকার নিয়েছে আজ তারও ব্যাখ্যা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা জানি ছেলে মেয়ে একই। এই চিন্তা থেকেই কন্যা সন্তানের উন্নতির জন্য বিয়ের বয়স ২১ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’’

অন্য বিষয়গুলি:

Narendra Modi Puducherry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy