এই অদ্ভুতদর্শন প্রাণীকে গিরে রহস্য বাড়ছে। ছবি সৌজন্য টুইটার।
চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পুরনো জিনিস। পরিত্যক্ত এমনই একটি বাড়িতে অদ্ভুতদর্শন এক প্রাণীর দেখা মেলায় শোরগোল পড়ে গিয়েছে বিহারের মুজফফরপুরে।
অনেকটা কুকুরের মতো দেখতে, শরীরে কোনও রোম নেই। তরতর করে তাক বেয়ে উঠে যাচ্ছে। অনেকে আবার শিয়াল বলেও দাবি করেছেন। কিন্তু অদ্ভুতদর্শন এই প্রাণীকে ঘিরে নানা মত তৈরি হয়েছে। কেউ দাবি করছেন কুকুর, কেউ আবার শিয়াল, কিছু অংশ আবার ওই প্রাণীকে বেজি বলে দাবি করেছেন। কিন্তু অদ্ভুতদর্শন এই প্রাণীকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে।
#Watch - A strange animal has been seen in Muzaffarpur district of #Bihar. A large crowd gathered to see this animal.#India #Bihar #Shocking #Viral #Video #Animal #Muzaffarpur #News #viralnews #breaking #IndiaNews #strange pic.twitter.com/4rzFkT6qnE
— Siraj Noorani (@sirajnoorani) August 25, 2022
তরতর করে যে ভাবে তার বেয়ে উঠতে দেখা যাচ্ছে প্রাণীটিকে, তা দেখে কুকুর, শিয়াল বা বেজি বলে যে দাবি করা হচ্ছে, সেই দাবিকে আবার খণ্ডন করেছেন অনেকেই।
নেটমাধ্যমে ওই প্রাণীর ছবি ছড়িয়ে পড়তেই এক টুইটার গ্রাহক বলেছেন, ‘ওটা রোমহীন সিভেট ক্যাট।’ আবার অন্য এক জন বলেছেন, ‘ওটা হায়না।’ এক জন আবার কৌতুকের সুরে বলেছেন, ‘কুকুর, সাপ এবং নেকড়ের মিশ্রণ এই প্রাণী।’
তবে প্রাণীটি কি, কোথা থেকে এল, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অদ্ভুতদর্শন ওই প্রাণীর খবর ছড়িয়ে পড়তেই সেটিকে দেখার জন্য ভিড় উপচে পড়ে। খবর গিয়েছে বন দফতরের কাছেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy