একটু একটু করে স্বাভাবিক হচ্ছে মুম্বইয়ের রেল পরিষেবা। ছবি: পিটিআই
এক দিনের থমকে যাওয়া অবস্থা থেকে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে মুম্বই। মঙ্গলবার সকাল থেকে একটানা প্রবল বৃষ্টিতে প্রায় গোটা মুম্বই ছিল কোমর জলের তলায়। রাস্তায় গাড়ির সারি, জলের তলায় রেললাইন, ছাতা মাথায় ঘরে ফেরা, মানুষের লম্বা লাইন— কার্যত অচল হয়ে যায় বাণিজ্যনগরী।
তবে বুধবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কমেছে বৃষ্টির দাপটও। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও শহরের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: লারার উপর রেগে গেলেন মহেশ!
২০০৫-এর ১৬ জুলাই এমনই ভয়াবহ অবস্থার সাক্ষী হয়েছিল মুম্বইবাসী। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গিয়েছিল মুম্বই ও শহরতলি এলাকা। ১২ বছর আগেকার সেই স্মৃতি উস্কে দিয়ে মঙ্গলবারও মুম্বইয়ের কোনও কোনও এলাকায় বৃষ্টি হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার। বেশির ভাগ স্কুল, কলেজ, অফিসই আজ বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘বিপদে পড়লে আমার বাড়িতে আসুন’, সাহায্যের হাত বাড়াল মুম্বই
মঙ্গলবারের বৃষ্টির পর মুম্বইয়ের রাস্তা
এক নজরে বানভাসী মুম্বই:
• প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে ২ শিশু-সহ এক মহিলার মৃত্যু হয়েছে। ঠানেতে বছর বত্রিশের এক মহিলা-সহ মৃত্যু হয়েছে এক কিশোরীর।
• মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবা মঙ্গলবার পর্যন্ত ছিল সম্পূর্ণ বিপর্যস্ত। বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও তা স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
• বুধবার সকাল থেকে চালু হয়েছে বিমান পরিষেবা। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত উড়ান স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে।
• সোমবার থেকে মুম্বইয়ের রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ফুড ক্যাম্প। কোলাবা, ওয়ার্লি, ঘাটকপার এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবিরও।
• গোয়া, কঙ্কন, মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্রেও সতর্কবার্তা জারি হয়েছে।
আরও পড়ুন: ২০০৫-এর স্মৃতি উস্কে বানভাসি মুম্বই
বৃহন্মুম্বই পুরসভার তরফে দেওয়া হয়েছে কয়েকটি হেল্প লাইন নম্বর
১। বিএমসি এমার্জেন্সি নম্বর- ১৯১৬
২। মধ্য রেল কন্ট্রোল রুম- ০২২-২২৬২০১৭৩
৩। পশ্চিম রেল কন্ট্রোল রুম- ০২২-২৩০৯৪০৬৪
৪। ট্রাফিক আপডেট- ৮৪৫৪৯৯৯৯৯৯
৫। মুম্বই পুলিশ- ১০০
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy