Advertisement
২২ নভেম্বর ২০২৪
National News

মুম্বইয়ের পাঁচতারা হোটেলে ২টি সেদ্ধ ডিমের দাম এত!

নেটিজেনরা যা-ই বলুন না কেন, এ নিয়ে রবিবার রাত পর্যন্ত কোনও বিবৃতি জারি করেননি ওই হোটেল কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ২১:০২
Share: Save:

দু’টি কলার জন্য অভিনেতা রাহুল বোসের কাছে ৪৪২ টাকার বিল পাঠিয়েছিল চণ্ডীগড়ের এক পাঁচতারা হোটেল। তবে এ বার তাকেও ছাপিয়ে গেল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেল। দু’টি সেদ্ধ ডিমের জন্য তারা বিল করল ১৭০০ টাকা। শুধু তা-ই নয়, দু’টি অমলেটেরও একই দাম ধার্য করেছে তারা। কার্তিক ধর নামে এক লেখকের সঙ্গে এমনটাই ঘটেছে।

ওই বিলের ছবি তুলে শনিবার তা টুইটারে পোস্ট করেছেন কার্তিক। তাতে রাহুল বোসকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘ভাই, আন্দোলন করব?’ রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই পোস্টে ২,১৭৭টি লাইক পড়েছে। ৯৯৩ জন নেটিজেন তা রি-টুইট করেছেন। পাশাপাশি, গোটা ঘটনাটি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা। এক জন নেটিজেন লিখেছেন, ‘এই ডিমের সঙ্গে সোনাও বার হয়েছে কি?’ অন্য এক নেটিজেনের সরস মন্তব্য, ‘মুরগিটা বোধহয় খুব ধনী পরিবারের... ’।

তবে নেটিজেনরা যা-ই বলুন না কেন, এ নিয়ে রবিবার রাত পর্যন্ত কোনও বিবৃতি জারি করেননি ওই হোটেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দাদা মোদীর জন্যে রাখী পাঠালেন বারাণসীর মুসলমান বোনেরা

আরও পড়ুন: মোদী-শাহ যেন ‘কৃষ্ণার্জুন’, কাশ্মীর-সিদ্ধান্ত নিয়ে মন্তব্য রজনীকান্তের

আরও পড়ুন: ১২ লক্ষের বেশি টাকা বিল না মিটিয়েই পাঁচতারা হোটেল ছাড়লেন ব্যবসায়ী!

বিলাসবহুল হোটেলের খাবারের অস্বাভাবিক দামের জন্য এর আগেও বিতর্ক হয়েছে। গত ২২ জুলাই চণ্ডীগড়ে একটি পাঁচতারা হোটেলে দু’টি কলার জন্য রাহুল বোসের কাছে জিএসটি-সহ ৪৪২ টাকার বিল এসেছিল। সে সময় দু’টি কলা-সহ ওই বিলের ছবি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে কম বিতর্ক হয়নি। শেষমেশ ওই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করে চণ্ডীগড়ের আবগারি ও আয়কর বিভাগ।

অন্য বিষয়গুলি:

Mumbai Chandigarh Rahul Bose Bizzare
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy