ভাসছে মুম্বই। ছবি— পিটিআই।
প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই। সোম ও মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বইয়ের জীবনরেখা বলে পরিচিত লোকাল ট্রেন চলাচলেও। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। গাড়ির বদলে নৌকা চলছে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায়। জলে ডোবা রাস্তায় চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও। ঠানেতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
জলে জমে থাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রবল ট্র্যাফিক জ্যাম। মাটুঙ্গা সার্কল, সক্কর পঞ্চায়েত, হিন্দমাতা জংশন, নীলম জংশন, খার সাবওয়ে, ওরলির দিকের সি লিঙ্ক গেট, দাদর জংশন, এভেরার্ড নগর থেকে প্রবল যানজটের খবর পাওয়া যাচ্ছে।
Maharashtra | As heavy rainfall lashes city with IMD issuing an orange alert, severe waterlogging recorded in several parts of Mumbai. Visuals from Dadar area pic.twitter.com/7JHRvYb1Wy
— ANI (@ANI) July 6, 2022
এ দিকে জলে ডোবা রাস্তায় একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঠানেতে এমনই জলমগ্ন রাস্তায় চলার সময় গর্তে পড়ে যায় একটি বাইক। আরোহী ছিটকে পড়েন রাস্তায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে লোকাল ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়েছে। মধ্য রেলের ট্রেনগুলো গড়ে ১০ মিনিট দেরিতে চলছে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি), কল্যাণ, কারজাট, কাসরা, পানভেল স্টেশনে ভিড় বাড়ছে যাত্রীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy