হলুদ ধোঁয়ায় ভরে গিয়েছে সংসদ ভবন। —ফাইল চিত্র।
বুধবার লোকসভায় ‘জ়িরো আওয়ার’-এ একটি বিষয়ে বলার অপেক্ষা করছিলাম। হঠাৎ কিছু সাংসদ পিছনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠেন। দেখি, এক জন যুবক সাংসদদের আসন লাফিয়ে লাফিয়ে টপকে সামনের দিকে এগিয়ে আসছে। দ্বিতীয় জন ভিজিটর্স গ্যালারি থেকে ঝুলছে। তাঁকে কয়েক জন সাংসদ চেপে ধরতে না ধরতেই সে স্মোক ক্যানিস্টার খুলে ফেলল। গোটা লোকসভা হলুদ ধোঁয়ায় ভরে গেল।
প্রথম জনকে কিছুতেই আটকানো যাচ্ছিল না। সে বেশ স্মার্ট। আমার কাছাকাছি আসতেই চেপে ধরলাম। ততক্ষণে অন্য সাংসদেরা এসে ঘিরে ধরেছেন। ওকে মাটিতে ফেলে চেপে ধরি। জুতোর মধ্যে স্মোক ক্যানিস্টার লুকিয়ে এনেছিল। ওখানে না আটকাতে পারলে স্পিকারের চেয়ার পর্যন্ত পৌঁছে যেত। তখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লোকসভায় ছিলেন। টানাহ্যাঁচড়া করে নিয়ে যাওয়ার সময় জুতো খুলে ফেলে ছেলেটি। আরও দু’জন ভিজিটর্স গ্যালারি থেকে চিৎকার করে স্লোগান দিচ্ছিল। সব সাংসদেরাই তখন ঘাবড়ে গিয়েছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।
২২ বছর আগে সংসদে হামলার বর্ষপূর্তি ছিল বুধবার। সাংসদদের বাঁচাতে কত জন নিরাপত্তারক্ষী প্রাণ দিয়েছেন! এর পরে বোধহয় যে কোনও সাংসদ বক্তৃতা করতে উঠে এক বার গ্যালারির দিকে তাকাবেন। কেউ ঝাঁপিয়ে পড়ছে কি না, কেউ কিছু ছুড়ছে কি না!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy