Most searched words and topics by Indians in Google this year dgtl
Google Search
২০২০-তে ভারতে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি সার্চ হয়েছে গুগলে, জানেন?
গুগল সম্প্রতি একটি ‘সার্চের’ একটি তালিকা প্রকাশ করেছে। ২০২০-র সবচেয়ে ট্রেন্ডিং সার্চ কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৯:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
গুগল সম্প্রতি একটি ‘সার্চের’ একটি তালিকা প্রকাশ করেছে। ২০২০-র সবচেয়ে ট্রেন্ডিং সার্চ কোন কোন বিষয়গুলো এই তালিকায় রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
০২১৩
যে হেতু এ বছরের প্রায় পুরোটাই করোনা আবহে কেটেছে, তাই স্বাভাবিক ভাবেই প্রথমে যে বিষয়টি মনে আসতে পারে তা হল করোনাভাইরাস। কিন্তু আশ্চর্যজনক ভাবে সার্চের দিক থেকে করোনাভাইরাস রয়েছে দ্বিতীয় স্থানে।
০৩১৩
গুগল যে তালিকা প্রকাশ করেছে, তাতে সার্চের দিক থেকে প্রথম স্থানে রয়েছে আইপিএল। ভারতে আইপিএল ব্যাপক জনপ্রিয়। প্রতি বছরই এই খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।
০৪১৩
দেশের করোনা পরিস্থিতির জন্য এ বছর আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট আয়োজিত হয়।
০৫১৩
আইপিএল, করোনাভাইরাস ছাড়াও সার্চ ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ডালগোনা কফি। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। ডালগোনা কফি কী, কী ভাবে বানাতে হয় ইত্যাদি— এ সব নিয়ে বহু ভারতীয় গুগলে সার্চ করেছেন। ডালগোনা কফিও গুগলের প্রকাশিত তালিকায় উঠে এসেছে।
০৬১৩
লকডাউনের সময় বহু ভারতীয় সার্চ করেছেন ‘নিয়ার মি’ শব্দ দুটি। কারণ সে সময় কাছেপিঠে কোনও ওষুধের বা খবারের দোকান, বা চিকিৎসক আছেন কি না এই সংক্রান্ত, কোভিড টেস্ট কোথায় হচ্ছে, কাছেপিঠে মদের দোকান কোথায় আছে ইত্যাদির জন্য ‘নিয়ার মি’ শব্দ দুটি বহু মানুষ গুগলে সার্চ করেছেন।
০৭১৩
গুগল জানিয়েছে, তাদের সবচেয়ে বেশি সার্চের তালিকার মধ্যে উল্লেখযোগ্য হল ‘হাও টু’ এবং ‘হোয়াট ইজ’ এই শব্দগুলো। এই শব্দগুলো দিয়ে যে সার্চ হয়েছে তা হল, ‘হাও টু মেক পনীর, হাও টু ইনক্রিজ ইমিউনিটি, হাও টু মেক ডালগোনা কফি, হাও টু লিঙ্ক প্যান কার্ড উইথ আধার কার্ড, হাও টু মেক স্যানিটাইজার অ্যাট হোম ইত্যাদি।
০৮১৩
আইপিএল, করোনাভাইরাসের পর যে বিষয়গুলি সবচেয়ে সার্চ হয়েছে তার মধ্যে রয়েছে ‘ইউএস ইলেকশন’, পিএম কিসান স্কিম, বিহার এবং দিল্লি নির্বাচনের ফল।