বছরের শুরুতেই শনিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের । একইসঙ্গে আহত আরও প্রায় ১৫ জন। তবে এই দুর্ঘটনার কিছু আগেই মন্দির চত্বরে রেকর্ড করা একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন মানুষ।
হাজার হাজার পূণ্যার্থী মন্দির প্রাঙ্গণে ভিড় করেছিলেন। এরই পাশাপাশি বেশ কয়েক জন পূজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে ধাক্কাধাক্কি শুরু হয় এবং অনেকে মাটিতে পড়ে যান।অন্ধকারের কারণে ঠিক কী হচ্ছে, তা বুঝে উঠতে পারেননি অনেকেই।
Exclusive Visuals from Katra
— Sheikh Sabir (Kashmir Crown) (@sheikhsabirr) January 1, 2022
12 dead and many injured in the stampede at Mata Vaishno Devi Bhawan#Katra #Vaishnodevi pic.twitter.com/txdhETNLEE
মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের জেরে চূড়ান্ত অব্যবস্থা এবং উপচে পড়া পূণ্যার্থীদের ভিড়— এই দুই কারণকেই ঘটনার জন্য দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা।