E-Paper

ভোটে তৎপর সঙ্ঘ, বোঝালেন ভাগবত

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের ন’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরএসএস যে নিষ্ক্রিয় নেই, খোদ মোহন ভাগবত আজ তা স্পষ্ট করে দিলেন।

মোহন ভাগবত।

মোহন ভাগবত। —ফাইল চিত্র।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৮:২৭
Share
Save

লোকসভা নির্বাচনে আরএসএস ‘নিষ্ক্রিয়’ ছিল। সরাসরি রাজনৈতিক প্রচার না করলেও আরএসএস যে ১০০ শতাংশ ভোটদানের জন্য প্রচার করে, তা করেনি। নরেন্দ্র মোদীর বিজেপিকে তার খেসারত দিতে হয়েছিল। তবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের ন’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরএসএস যে নিষ্ক্রিয় নেই, খোদ মোহন ভাগবত আজ তা স্পষ্ট করে দিলেন।

বুধবার সাতসকালে আরএসএসের সরসঙ্ঘচালক নিজে মহারাষ্ট্রের নাগপুরে ভোট দিয়েছেন। তার পরে বলেছেন, ‘‘ভোট দেওয়া নাগরিকদের কর্তব্য। আমি যেখানেই থাকি, ভোট দিই। আমার উত্তরাখণ্ডে কর্মসূচি চলছিল। এক দিনের জন্য কর্মসূচি স্থগিত রেখে মঙ্গলবার রাতেই নাগপুরে ফিরে এসেছিলাম। আজ ভোট দিয়ে রাতে ফিরে যাব।’’

আরএসএস সূত্র বলছে, নাগপুরের যে সব ভোটার কাজের সূত্রে পুণে বা মুম্বইয়ে থাকেন, তাঁদের বিনা টিকিটে বাসে নাগপুরে ভোট দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দক্ষিণ-পশ্চিম নাগপুর বিধানসভা কেন্দ্র থেকেই আরএসএস থেকে উঠে আসা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস লড়ছেন। তাঁকে বিপুল ব্যবধানে জেতাতে আরএসএস চেষ্টার কসুর করেনি। গণেশ উৎসব, দুর্গা নবরাত্রি, কোজাগরী থেকে দীপাবলি পর্যন্ত প্রতিটি উৎসবকে কেন্দ্র করে মহল্লায় জমায়েত করেছে আরএসএস। সঙ্ঘ পরিবারের সমস্ত সংগঠন মাঠে নেমেছে।

বিজেপি নেতারা মনে করছেন, জে পি নড্ডার পরে আরএসএস নিজের পছন্দের লোককেই বিজেপির জাতীয় সভাপতির পদে বসাবে। তার আগে আরএসএস নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে বিজেপিকে বার্তা দিল। লোকসভা নির্বাচনের আগে বিজেপি এবং আরএসএসের মধ্যে সঙ্ঘাত তৈরি হয়েছিল। বিশেষত বিজেপি এখন সঙ্ঘকে ছাড়াই চলতে পারে বলে নড্ডা মন্তব্য করার পরে দূরত্ব বাড়ে। তার খেসারত দিয়ে লোকসভা ভোটে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বিজেপির আসন কমে গিয়েছিল। যার ফলে গোটা দেশে বিজেপির আসন ৩০৩ থেকে নেমে এসেছিল ২৪০-এ। কিন্তু তার পরে সম্পর্ক মেরামত হয়েছে। হরিয়ানা ভোট থেকেই আরএসএস ফের সক্রিয়।

মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের বিজেপি নেতারা বলছেন, আরএসএস ভোটের হার বাড়ানোর জন্য যে ভাবে উদ্যোগী হয়, লোকসভা নির্বাচনে আরএসএস-কে সেই ভূমিকায় দেখা যায়নি। কিন্তু মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আরএসএস স্বয়ংসেবকেরা সকালে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের সুরে হিন্দু ভোটকে এককাট্টা থাকার প্রয়োজনীয়তা বুঝিয়েছেন। একই ভাবে উত্তরপ্রদেশের ন’টি বিধানসভা আসনের উপনির্বাচনেও আরএসএস সক্রিয় হয়েছে।

Mohan Bhagwat RSS PM Narendra Modi BJP Maharashtra Assembly Election 2024 Assembly Election 2024

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিমিয়াম খবর…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়।

  • সঙ্গে পান রোজ আনন্দবাজার পত্রিকার নতুন ই -পেপার পড়ার সুযোগ।

  • এখন না পড়তে পারলে পরে পড়ুন, 'সেভ আর্টিকল-এ ক্লিক করে।

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

SAVE 1%*
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।