Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
National News

ভিআইপি নিরাপত্তা থেকে সরছে এনএসজি

দু’দশকেরও বেশি সময় ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোরা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০২:১৭
Share: Save:

গাঁধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার পরে, এ বার দেশের ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোদের। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

দু’দশকেরও বেশি সময় ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোরা। ১৯৮৪ সালে যখন এই বাহিনীর কথা ভাবা হয়েছিল, তখন অবশ্য ভিআইপি নিরাপত্তার জন্য এনএসজিকে ব্যবহার করা হয়নি। পরে সেই দায়িত্ব দেওয়া হয় এনএসজিকে। বর্তমানে দেশের ১৩ জন ‘হাই রিস্ক’ ভিআইপির দায়িত্বে রয়েছেন এই কমান্ডোরা। তালিকায় রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী, মুলায়ম সিংহ। এ ছাড়াও চন্দ্রবাবু নায়ডু, প্রকাশ সিংহ বাদল, ফারুক আবদুল্লা, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। তাঁদের নিরাপত্তার দায়িত্ব এ বার আধাসামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রের মতে, সন্ত্রাস নিয়ন্ত্রণ, বিমান ছিনতাই ঠেকানোর মতো কাজেই এনএসজি-কে ব্যবহার করা উচিত। ভিআইপি নিরাপত্তার দায়িত্ব তাঁদের কাছে অতিরিক্ত ‘বোঝা’ হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ভিআইপি নিরাপত্তা থেকে মুক্ত হবেন অন্তত ৪৫০ জন কমান্ডো।

আরও পড়ুন: ধৃত ডিএসপি-কে জঙ্গি তকমাই

অন্য বিষয়গুলি:

Narendra Modi NSG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy