প্রতীকী চিত্র।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে শিক্ষা মন্ত্রক করা হয়েছে কিছু দিন আগেই। এ বার জাহাজ মন্ত্রকের নাম পাল্টে হল বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক। রবিবার সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, নাম স্পষ্ট হলে, কী করণীয়, সেই বিষয়েও স্বচ্ছতা আসে।
এ দিন ভিডিয়ো-অনুষ্ঠানে গুজরাতের ভাবনগর ও সুরতের মধ্যে ফেরি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের দাবি, এর দৌলতে যাতায়াতের সময় ১০-১২ ঘণ্টা থেকে কমে দাঁড়াবে ৪ ঘণ্টা। বছরে যাতায়াত করতে পারবেন প্রায় ৫ লক্ষ যাত্রী। নিয়ে যাওয়া যাবে ৮০ হাজার গাড়ি, ৫০ হাজার দু’চাকা গাড়ি, ৩০ হাজার ট্রাকও। অনুষ্ঠানেই মোদী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো ক্ষেত্রে পরিবর্তন আনছে কেন্দ্র। জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি তার অন্যতম অঙ্গ। সে ক্ষেত্রে জাহাজ পরিবহণের পাশাপাশি বন্দর নির্মাণ ও তার দেখভাল এবং জলপথের উন্নয়নে বড় ভূমিকা নিতে হচ্ছে পূর্বতন জাহাজ মন্ত্রককে। সেই কারণেই নাম বদলের সিদ্ধান্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy