Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Uttar Pradesh

ফের পথ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে দুই লরির সংঘর্ষে মৃত ২৪ পরিযায়ী শ্রমিক

লরিতে করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়া ওই পরিযায়ী শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।

ফের পথ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ফের পথ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা 
লখনউ শেষ আপডেট: ১৬ মে ২০২০ ০৯:০০
Share: Save:

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকদের। এ বার দুর্ঘটনাস্থল উত্তরপ্রদেশের অরাইয়া। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দু’টি লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন ২২ জন। তাঁদের মধ্য়ে ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। জানা গিয়েছে, লরিতে করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়া ওই শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজস্থান থেকে তাঁরা নিজেদের বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা নিয়ে অরাইয়ার জেলাশাসক অভিষেক সিংহ বলেছেন, ‘‘আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।’’

বিষয়টি নজরে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব (হোম) অবনীশ অবস্তি বলেছেন, ‘‘অরাইয়ার এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রমিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেছেন। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। কানপুরের আইজিকে ঘটনা পরিদর্শন করে রিপোর্টও দিতে বলেছেন।’’

অরাইয়ার প্রধান মেডিক্যাল অফিসার অর্চনা শ্রীবাস্তব বলেছেন, ‘‘ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। ২২ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।’’

পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দিতে করা টুইটে তিনি লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের অরাইয়ার পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার উদ্ধার কাজ করছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’’

দুর্ঘটনার খবর শুনে সকালেই রিপোর্ট চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বেলা হতেই দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য তিনি দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওই পরিযায়ী শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি টুইটে লিখেছেন, “পথ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু দুঃখজনক ঘটনা। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’

আরও পড়ুন: কর্মীদের বেতন না-দিলে এখনই ব্যবস্থা নয়: কোর্ট

আরও পড়ুন: জ্ঞানের চেয়ে দক্ষতায় জোর ‘কর্মী জোগাতে’!

বুধবার রাতে ভিন্ন দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জন পরিযায়ী শ্রমিকের। পঞ্জাব থেকে হেঁটে বিহার ফেরার সময় উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায় সরকারি বাস পিষে দেয় ছ’জন শ্রমিককে। মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ী শ্রমিক বোঝাই লরি মধ্যপ্রদেশের গুনার কাছে ধাক্কা মারে একটি বাসে। সেই ঘটনায় আট জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন ৫৪ জন শ্রমিক। তার আগে মহারাষ্ট্রের অওরাঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন ২০ জন পরিযায়ী শ্রমিকের একটি দল। সে সময় একটি মালগাড়ি চলে যায় ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে। সেই ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Road Accident Migrant Workers Yogi Adityanath
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy